মাঠে লুটিয়ে পড়া এরিকসন হাল ছাড়তে নারাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৫ জুন ২০২১
মাঠে লুটিয়ে পড়া এরিকসন হাল ছাড়তে নারাজ

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হয়েছিল ডেনমার্ক। ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসন। মাঠের মধ্যে জ্ঞান না ফেরায় তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়।

এ সময় পুরো ফুটবলবিশ্ব উদ্বিগ্ন হয়ে উঠে ক্রিস্টিয়ান এরিকসনের ঘটনায়। সতীর্থ, ভক্ত সমর্থকরা কান্নায় ভেঙে পড়েন। এ অবস্থায় খেলা স্থগিত করে দেন রেফারি।

হাসপাতাল থেকে এরিকসনের সুস্থতার খবর আসার পরই মাঠে নামে ডেনমার্ক এবং ফিনল্যান্ড। যদিও প্রথমবারে মত ইউরো খেলতে আসা ফিনল্যান্ডের কাছে ১-০ গোলে হারে ডেনমার্ক। খেলায় ডেনমার্কের খেলোয়াড়দের মানসিক অবস্থা ভালো ছিল না তা তাদের খেলা দেখেই স্পষ্ট বোঝা গিয়েছিল।

sportsmail24

সতীর্থরা এরিকসনের জন্য কতটা চিন্তিত তা বুঝতে পেরেছিলেন এরিকসন। তাই জ্ঞান ফেরার পর মাঠে বার্তা পাঠান তিনি। বার্তায় লেখা ছিল, ‘আমার মনে হচ্ছে তোমরা আমার চেয়ে বেশি খারাপ অনুভব করছো। আমার মনে হচ্ছে, এখনই যদি অনুশীলনে নেমে যেতে পারতাম!’

এবার নীরবতা ভেঙে ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এরিকসন। এরিকসন তার এজেন্ট মার্টিন স্কুটসের মাধ্যমে গেজেটা ডেলো স্পোর্টকে এক বিবৃতিতে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিবৃতিতে এরিকসন বলেন, ‘আমি কখনও হাল ছাড়বো না। আমি জানি আমার সাথে কি হয়েছে। আমি দ্রুতই অনুশীলনে ফিরতে পারবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :