স্কটল্যান্ড বাধায় পয়েন্ট খোয়ালো ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৮ পিএম, ১৯ জুন ২০২১
স্কটল্যান্ড বাধায় পয়েন্ট খোয়ালো ইংল্যান্ড

প্রথম ম্যাচ জয় তুলে নেওয়ায় দ্বিতীয় ম্যাচ জিতলেই নিশ্চিত হতো নকআউট পর্ব। সেই মতে মাঠের খেলাতেও পারফর্ম ছিল। তবে ইংল্যান্ড ফুটবল দলকে কোনোভাবেই নিজেদের গোলবারের দিকে ভিড়তে দেয়নি স্কটল্যান্ড। ফলে মাঠে ভালো খেললেও স্কটল্যান্ডের ডি-বক্সে ঢুকতে না পেরে পয়েন্ট হারিয়েছে ইংল্যান্ড।

শুক্রবার (১৮ জুন) দিনগত রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘ডি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। উজ্জীবিত পারফরম্যান্সে তুলনামূলক শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিয়ে মূল্যবান পয়েন্ট তুলে নিয়েছে স্কটল্যান্ড।

ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো ২০২০ এর ম্যাচে গোলের উদ্দেশে মাত্র ৯ বার শট নিতে পেরেছে ইংল্যান্ড। যার মধ্যে গোলের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল মাত্র একবার। সেটিও অবশ্য পোস্টে বাধা পাওয়ায় গোল বঞ্চিত হতে হয়েছে। অন্যদিকে, স্কটল্যান্ডের ১১ বার শটের মধ্যে ২ বার টার্গেট শট ছিল।

ম্যাচের ১১তম মিনিটে এগিয়ে যাওয়া সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। তবে ভাগ্য ভালো না হওয়ায় ম্যাসন মাউন্টের কর্নার শট থেবে পাওয়া বল স্টোন্স হেড করলে তা পোস্টে লেগে ফিরে আসে। ফলে গোল বঞ্চিত হয় ইল্যান্ড। অবশ্য এর আগেই গোলের সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড।
sportsmail24
ইংল্যান্ডের বল দখলে এগিয়ে থাকার বিপরীতে ম্যাচে চতুর্থ মিনিটে স্টেফেন ও‘ডনেলের কাটব্যাকে চে অ্যাডামসের নেওয়া শট ডিফেন্ডার জন স্টোন্স ঠেকিয়ে দেন।

আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও কোন গোলের দেখা পায়নি দু’দল। ফলে নির্ধারিত সময় শেষে গোল শূন্য ব্যবধানে শেষ হয় ম্যাচটি। পুরো ম্যাচে বল দখলে (৬১ শতাংশ) এগিয়ে থাকলেও পয়েন্ট স্কটল্যান্ডের সাথে পয়েন্ট ভাগ করে নিতে হয় ইংল্যান্ডের।

স্পোর্টসমেইল২৪/আরএস  

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়েম্বলি থেকে সরতে পারে ইউরো ফাইনালের ভেন্যু

ওয়েম্বলি থেকে সরতে পারে ইউরো ফাইনালের ভেন্যু

এগিয়ে গিয়েও বেলজিয়ামের কাছে পরাস্ত ডেনমার্ক

এগিয়ে গিয়েও বেলজিয়ামের কাছে পরাস্ত ডেনমার্ক

সুইসদের হারিয়ে শেষ ষোলোতে ইতালি

সুইসদের হারিয়ে শেষ ষোলোতে ইতালি

পগবাকে কামড়ের কথা অস্বীকার করলেন রুডিগার

পগবাকে কামড়ের কথা অস্বীকার করলেন রুডিগার