মেসি আমাকে মানসিকভাবে ধ্বংস করেছে : নেস্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ এএম, ২২ জুন ২০২১
মেসি আমাকে মানসিকভাবে ধ্বংস করেছে : নেস্তা

লিওনেল মেসি, শুধু বর্তমান সময়ই নয়, বলা চলে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। খ্যাতিমান ডিফেন্ডারদেরও বেশ ভুগিয়েছেন তিনি। ফুটবল মাঠে মেসির সাথে একাধিকবার সাক্ষাৎ হয় ইতালির লিজেন্ড ডিফেন্ডার অ্যালেসান্দ্রো নেস্তার। তারকা এই ডিফেন্ডার মেসি দ্বারা কিভাবে মানসিকভাবে ধ্বংস হন সেই ঘটনাই এবার প্রকাশ করলেন।

২০০৬ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য নেস্তা মেসির দল বার্সেলোনার মুখোমুখি হন ২০১৩ সালে। সেবার চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা মুখোমুখি হয়েছিল এসি মিলানের। এসি মিলানের রক্ষণভাগ সামলাচ্ছিলেন নেস্তা।

ইতালিয়ান সংবাদ মাধ্যমে সেদিনে কথা স্মরণ করে নেস্তা বলেন, 'ম্যাচের দশম মিনিটে আমি তাকে (মেসিকে) ফাউল করলে সে মাটিতে পড়ে যায়। আমি আমার সামনে তখন এক তারকা খেলোয়াড়কে দেখছিলাম।'

sportsmail24

এরপরে যা ঘটলো সেটির জন্য মোটেও প্রস্তুত ছিল না নেস্তা। সেই ঘটনাই তাকে মানসিকভাবে ধ্বংস করে দেয়। নেস্তার ফাউলে মাটিতে পড়ে যান মেসি। যেখানে নেস্তার হাত বাড়িয়ে দেয়ার কথা, সেখানে মেসি স্বয়ং নেস্তার দিকে হাত বাড়িয়ে দেন তাকে টেনে তুলার জন্য।

এ প্রসঙ্গে নেস্তা বলেন, 'সে আমাকে তার হাত দিচ্ছিল তাকে টেনে তোলার জন্য। এই ঘটনা আমাকে পুরো স্তব্ধ করে দেয়। আপনি বুঝতে পারতেছেন, আমি চোখ খুলে দেখি সে আমার দিকে হাত বাড়িয়ে আছে। এই ঘটনা আমাকে একদম মানসিক ভাবে বিপর্যস্ত করে দেয়।'

মেসি এবং রোনালদোর মধ্যে কে সেরা সেই বিতর্কে না গিয়ে নেস্তা জানান, তারা দু'জনের নিজস্ব দিক থেকে সেরা। তবে একই সাথে নেস্তা আরও বলেন, তিনি দ্বিতীয়বার মেসির মুখোমুখি হতে আগ্রহী হবেন না।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী লিগে জামালপুরকে হারালো এফসি ব্রাহ্মণবাড়িয়া

নারী লিগে জামালপুরকে হারালো এফসি ব্রাহ্মণবাড়িয়া

ইউরো থেকে ছিটকে গেলেন ডেম্বেলে

ইউরো থেকে ছিটকে গেলেন ডেম্বেলে

শ’র দৃষ্টিতে হ্যারি কেনই বিশ্বসেরা ফরোয়ার্ড

শ’র দৃষ্টিতে হ্যারি কেনই বিশ্বসেরা ফরোয়ার্ড

জাতীয় দলের পথে থাকা এলিটা কিংসলে শিখছেন জাতীয় সঙ্গীত

জাতীয় দলের পথে থাকা এলিটা কিংসলে শিখছেন জাতীয় সঙ্গীত