নক আউটের আগে দেশে ফেরা হচ্ছে না মেসিদের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৫ এএম, ২৭ জুন ২০২১
নক আউটের আগে দেশে ফেরা হচ্ছে না মেসিদের

এক ম্যাচ হাতে রেখেই কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সোমবার (২৮ জুন) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলে দেশে ফেরার কথা ছিল আর্জেন্টাইন ফুটবলারদের। তবে দেশে ফেরা হচ্ছে না তাদের। কোপা আমেরিকা চলাকালীন সময়ে ব্রাজিলে থাকেননি আর্জেন্টাইন ফুটবলাররা। একটি বাদে প্রত্যেক ম্যাচের পরই দেশের বিমান ধরেছিলেন তারা।

এবার নক আউট পর্বের আগে নিজেরদের পরিকল্পনায় পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফিরবেন না তারা। মূলত নক আউট পর্বের আগে ভ্রমণ ক্লান্তি এড়াতে এ পরিকল্পনা করেছেন তারা।

করোনাভাইরাস মহামারির কারণে বিপর্যস্ত ব্রাজিল। এর মধ্যেই ব্রাজিলে চলছে ফুটবলের সবচেয়ে পুরাতন আসর কোপা আমেরিকা। শুরুর দিকে অনেক ফুটবলার এর সমালোচনা করলেও এখন সবাই এ বিষয়ে চুপ আছেন। দলের করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতেই প্রতি ম্যাচ শেষে দেশে ফিরতো আর্জেন্টিনা। 

চলতি কোপা আমেরিকায় গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে চিলি বিপক্ষে ম্যাচ ছাড়া বাকি দুই ম্যাচেই জয় পেয়েছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে ম্যাচে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে আর্জেন্টিনা।

কোয়াটার ফাইনালের আগে পাঁচ দিনের বিরতি পাবে আর্জেন্টিনা। স্বল্প বিরতিতে ভ্রমণ ক্লান্তি এড়াতেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কুতিনহোকে নিয়ে বিপদে বার্সেলোনা

কুতিনহোকে নিয়ে বিপদে বার্সেলোনা

জীবননাশের হুমকি পেলেন মোরাতা

জীবননাশের হুমকি পেলেন মোরাতা

মুসলিম ফুটবলারদের সামনে থাকবে না বিয়ারের বোতল

মুসলিম ফুটবলারদের সামনে থাকবে না বিয়ারের বোতল

কোপার পর ইউরোতেও করোনার হানা

কোপার পর ইউরোতেও করোনার হানা