মুসলিম ফুটবলারদের সামনে থাকবে না বিয়ারের বোতল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৮ এএম, ২৬ জুন ২০২১
মুসলিম ফুটবলারদের সামনে থাকবে না বিয়ারের বোতল

পল পগবার এক ঘটনায় বদলে দিয়েছে দৃশ্যপট। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে মুসলিম ফুটবলারদের সামনে রাখা হবে না কোনো ধরনের বিয়ার বা মদের বোতল। উয়েফার সূত্র ধরে এ খবর জানিয়েছে বৃটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ।

চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলনে ফরাসি তারকা পল পগবা নিজের সামনে থেকে বিয়ারের বোতল সরান। এ ঘটনার পরই বিয়ারের বোতল না রাখার সিদ্ধান্ত নিল উয়েফা। ধর্মীয় দিক বিবেচনা করেই বিয়ারের বোতল সরিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় উয়েফা।

জার্মানির বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে সামনে থাকা বিয়ারের বোতল সরান পল পগবা। এ ঘটনায় বিশ্বজুড়ে নানা ধরনের আলোচনা হয়। তাই এখন থেকে প্রতি ম্যাচের আগে কে সংবাদ সম্মেলনে আসবে তা জিজ্ঞাসা করা হবে বলে জানিয়েছে উয়েফা।

ইসলাম ধর্ম মতে অ্যালকোহল পান করা নিষিদ্ধ। তাই যসি কোনো মুসলিম ফুটবলার সংবাদ সম্মেলনে আসেন তাহলে তাদের সামনে থাকবে না কোনো অ্যালকোহল কিংবা বিয়ারের বোতল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দেশের জার্সিতে রোনালদোর গোলনামা

দেশের জার্সিতে রোনালদোর গোলনামা

কাভানির গোলে কোয়াটার ফাইনালে উরুগুয়ে

কাভানির গোলে কোয়াটার ফাইনালে উরুগুয়ে

ইউরোপিয়ান ফুটবলে থাকছে না অ্যাওয়ে গোলের সুবিধা

ইউরোপিয়ান ফুটবলে থাকছে না অ্যাওয়ে গোলের সুবিধা

তবে কি ব্রাজিলের ছয়ে ছয়?

তবে কি ব্রাজিলের ছয়ে ছয়?