শেষ দিনে স্বাগতিক হতে আবেদন করলো বসুন্ধরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ এএম, ০৬ জুলাই ২০২১
শেষ দিনে স্বাগতিক হতে আবেদন করলো বসুন্ধরা

এএফসি কাপের নিজেদের গ্রুপের খেলাগুলোর স্বাগতিক হওয়ার ইচ্ছে আগেই প্রকাশ করেছিল ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস। স্বাগতিক হওয়ার জন্য আবেদন করার আজকেই (৫ জুলাই) ছিল শেষদিন। শেষদিনে এসে এএফসি কাপে মূল পর্বের স্বাগতিক হতে আবেদন করেছে বসুন্ধরা কিংস। কিংসের আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বসুন্ধরা কিংসের পক্ষে বাফুফে সেই চিঠি সোমবার (৫ জুলাই) এএফসির কাছে পাঠাবে। অন্য জোনের খেলা হলেও করোনার জন্য দক্ষিণ এশিয়ান জোনের খেলা স্থগিত ছিল এতদিন। এদিকে, বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য ৫ আগস্ট হতে কোন ম্যাচ হবে না। আর তাই বাধ্য হয়েই সিলেটে এএফসি কাপের ম্যাচগুলো আয়োজন করতে চায় কিংস।

বসুন্ধরা কিংসের 'ডি' গ্রুপে রয়েছে ভারতের মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব এবং ভারতের বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ঈগলসের মধ্যকার জয়ী দল।

আগামী ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। প্রথম দিনই বসুন্ধরা কিংস খেলবে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে।ভারতের মোহনবাগান করোনা পরিস্থিতির কারণে স্বাগতিক হওয়ার আগ্রহ প্রকাশ না করায় বসুন্ধরার আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশেই হতে পারে ম্যাচগুলো।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যারাডোনাকে ছুঁতে মেসির দরকার ‘চার গোল’

ম্যারাডোনাকে ছুঁতে মেসির দরকার ‘চার গোল’

কোপার সেমিতে মেসি-নেইমারদের প্রতিপক্ষ যারা

কোপার সেমিতে মেসি-নেইমারদের প্রতিপক্ষ যারা

ইউক্রেনকে উড়িয়ে ২৫ বছর পর সেমিতে ইংল্যান্ড

ইউক্রেনকে উড়িয়ে ২৫ বছর পর সেমিতে ইংল্যান্ড

সুয়ারেজদের টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে কলম্বিয়া

সুয়ারেজদের টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে কলম্বিয়া