সেমিফাইনালে নতুন রেকর্ড মেসির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৪ এএম, ০৮ জুলাই ২০২১
সেমিফাইনালে নতুন রেকর্ড মেসির

চলমান কোপা আমেরিকায় দুর্দান্ত ফর্মে রয়েছেন সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনা দলকে একাই টেনে ফাইনালে উঠিয়েছেন তিনি। গোল করে, গোল করিয়ে এবং দলকে নেতৃত্ব দিয়ে ভক্তদের মুখে হাসি ফুটাচ্ছেন এই তারকা খেলোয়াড়। কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচেও করেছেন নতুন এক রেকর্ড। 

বুধবার (৭ জুলাই) সকালে কোপার সেমি ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের একেবারে শুরুতেই, ৭ম মিনিটে মেসির পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন লওতারো মার্টিনেজ। এবং এ নিয়ে চলতি কোপা আমেরিকায় ৫টি গোলে অ্যাসিস্ট করলেন আর্জেন্টাইন অধিনায়ক।

লওতারো মার্টিনেজকে গোলে অ্যাসিস্ট করেই রেকর্ড গড়ে ফেললেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। কোপা আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনো ফুটবলার ৫টি গোলে অ্যাসিস্ট করলেন। এর আগে সর্বোচ্চ গোলে অ্যাসিস্ট ছিল ৪টি।

শুধু ৫টি গোলে অ্যাসিস্টই নয়, লিওনেল মেসি নিজে ৪টি গোলও করেছেন। যার ফলে চলতি কোপা আমেরিকায় এখনও পর্যন্ত গোল্ডেন বুটের দাবিদার আর্জেন্টিনার অধিনায়ক।কোপার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মেসি জ্বলে উঠলে ২৮ বছর পর আবারও কোপার শিরোপা উঠতে পারে মেসির হাতে। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

দেশের হয়ে একটা শিরোপা জিততে চাই : মেসি

দেশের হয়ে একটা শিরোপা জিততে চাই : মেসি

২৮ বছরের অপেক্ষার অবসান হবে কি আর্জেন্টিনার?

২৮ বছরের অপেক্ষার অবসান হবে কি আর্জেন্টিনার?

কলম্বিয়াকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

কলম্বিয়াকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা

টাইব্রেকারে স্পেনকে রুখে দিয়ে ইউরোর ফাইনালে ইতালি

টাইব্রেকারে স্পেনকে রুখে দিয়ে ইউরোর ফাইনালে ইতালি