গ্রিজম্যানকে পেতে চায় ম্যানসিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ পিএম, ১০ জুলাই ২০২১
গ্রিজম্যানকে পেতে চায় ম্যানসিটি

লিওনেল মেসির সাথে চুক্তি শেষ গত ৩০ জুন। বেশ কয়েক দিন পার হলেও এখনো নতুন করে চুক্তিতে যেতে পারেনি বার্সেলোনা। আর্থিক অবস্থা শোচনীয় হওয়ায় মেসিকে ধরে রাখতে হলে ছাড়তে হবে কোন খেলোয়াড়কে। গুঞ্জন রয়েছে, বিক্রির সেই তালিকায় রয়েছেন আন্তোনিও গ্রিজম্যান। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিও ইতিমধ্যে তার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

স্প্যানিশ লা লিগা ক্লাবগুলোকে প্রতি মৌসুমের খরচের অর্থ নির্ধারিত করে দেয়। তাই বার্সেলোনা নতুন কোনো ফুটবলারকে দলে ভেড়াতে চাইলে, যেকোনো পুরাতন ফুটবলারকে বিক্রি করতে হবে। বার্সেলোনার সেই বিক্রির তালিকায় গ্রিজম্যানের পাশাপাশি ছিল কৌতিনহোর নামও। কিন্তু ইনজুরি আক্রান্ত কৌতিনহোর প্রতি আগ্রহ প্রকাশ করেনি কোন ক্লাবও।

কৌতিনহোকে বিক্রি করতে না পারলেও গ্রিজম্যানকে বিক্রি করার সম্ভাবনা বেশি। বর্তমান প্রেক্ষিতে মেসির সাথে চুক্তি যেমন জরুরি তেমনি ক্লাবের আর্থিক দূরাবস্থা কমাতে খেলোয়াড় বিক্রির বিকল্প নেই বার্সার হাতে।

এদিকে, ফ্রান্সের এই তারকা খেলোয়াড়কে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। কয়েক সপ্তাহ আগে দলটির কোচ পেপ গার্দিওলা এ ব্যাপারে কথা বলেছেন গ্রিজম্যানের সাথে। কোভিডের এই অবস্থায় খুব কম ক্লাবই আছে যারা গ্রিজম্যানকে কেনার সামর্থ্য রাখে।

যদিও ম্যানচেস্টার সিটির মূল আগ্রহ ছিল টটেনহাম হটস্পারের হ্যারি কেনের প্রতি। কিন্তু টটেনহ্যাম তাকে ছাড়ার কোন সম্ভাবনা নেই। আর তাই বাধ্য হয়েই গ্রিজম্যানের দিকে নজর দিয়েছে ক্লাবটি। বার্সেলোনার দূরাবস্থা এবং ম্যানসিটির আগ্রহ দুই মিলিয়ে দলবদলে ম্যান সিটিতে গ্রিজম্যানকে দেখলে অবাক হওয়ার ত্থাকবে না।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটে ফ্রান্সকে উড়িয়ে দিল জার্মানি

ক্রিকেটে ফ্রান্সকে উড়িয়ে দিল জার্মানি

অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

অনুর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ

মেসিকে আগের সমপরিমাণ বেতন দিতে ‘পারবে না’ বার্সেলোনা

মেসিকে আগের সমপরিমাণ বেতন দিতে ‘পারবে না’ বার্সেলোনা

ব্রাজিলের পাশাপাশি রেফারির বিরুদ্ধেও জিততে হবে : লুইস চিলাভার্ট

ব্রাজিলের পাশাপাশি রেফারির বিরুদ্ধেও জিততে হবে : লুইস চিলাভার্ট