টোকিও অলিম্পিক ফুটবলের সূচি প্রকাশ, থাকছে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৬ এএম, ১৫ জুলাই ২০২১
টোকিও অলিম্পিক ফুটবলের সূচি প্রকাশ, থাকছে ব্রাজিল-আর্জেন্টিনা

কোপা আমেরিকা, ইউরো চ্যাম্পিয়নশিপের পর এবার দরজায় কড়া নাড়ছে টোকিও অলিম্পিক। অন্যান্য ইভেন্টের মতো এখানেও রয়েছে ফুটবল। এবারের আসরে ব্রাজিল-আর্জেন্টিনা সহ ১৬টি ফুটবল খেলুড়ে দেশ অংশ নিবে। চারটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো এবারের আসরে লড়বে। ২২ জুলাই স্পেন এবং মিশরের ম্যাচ দিয়ে শুরু হবে টোকিও অলিম্পিকের ফুটবল।

এবারের আসরে অংশগ্রহণকারী দেশগুলো হলো: জাপান, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, হন্ডুরাস, রোমানিয়া, মিশর, স্পেন, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, জার্মানি, আইভেরি কোস্ট, সৌদি আরব।

কোপা আমেরিকায় ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হওয়া ব্রাজিল অলিম্পিকে অংশ নিবে নেইমারকে ছাড়াই। পিএসজি থেকে ছাড়পত্র না পাওয়ায় দেশের হয়ে খেলা হচ্ছে না নেইমারের। অলিম্পিকে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ২২ জুলাই। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জার্মানি।

দ্বিতীয় ম্যাচে ২৫ জুলাই আইভেরি কোস্টের মুখোমুখি হবে তারা। তৃতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২৮ জুলাই মাঠে নামবে ব্রাজিল।

অন্যদিকে, কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২২ জুলাই মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২৫ জুলাই নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। আর শেষ ম্যাচে ২৮ জুলাই আর্জেন্টিনা মাঠে নামবে স্পেনের বিপক্ষে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

কোপার সেরা একাদশে নেই শিরোপা জয়ী ডি মারিয়া

কোপার সেরা একাদশে নেই শিরোপা জয়ী ডি মারিয়া

দুই চ্যাম্পিয়নের লড়াই, সুপার কাপে আর্জেন্টিনা-ইতালি

দুই চ্যাম্পিয়নের লড়াই, সুপার কাপে আর্জেন্টিনা-ইতালি

পাঁচ বছরের চুক্তিতে অ্যাথলেটিকো মাদ্রিদে ডি পল

পাঁচ বছরের চুক্তিতে অ্যাথলেটিকো মাদ্রিদে ডি পল

প্রয়াত সতীর্থকে ইউরোর শিরোপা উৎসর্গ করলো ইতালি

প্রয়াত সতীর্থকে ইউরোর শিরোপা উৎসর্গ করলো ইতালি