ট্রাইব্রেকার ভাগ্য পেরিয়ে অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৯ এএম, ০৪ আগস্ট ২০২১
ট্রাইব্রেকার ভাগ্য পেরিয়ে অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল

ট্রাইব্রেকারের মেক্সিকোকে হারিয়ে টানা ২য় বারের মত অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়েও দুই দল গোলপোস্টে বল জড়াতে না পারলে খেলা ভাগ্য ট্রাইব্রেকারে নির্ধারিত হয়। ট্রাইব্রেকারে মেক্সিকোকে ৪-১ ব্যবধানে হারিয়ে অলিম্পিকের ফাইনালে উঠেছে ব্রাজিল।

কাশিমা সকার স্টেডিয়ামে মঙ্গলবার (৩ আগস্ট) অলিম্পিক ফুটবলের সেমি ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকলে ম্যাচে ট্রাইব্রেকারে গড়ায়। পেনাল্টি শুট আউটে ৪-১ গোলের ব্যবধানে ম্যাচ নিজেদের করে নেয় ব্রাজিল।

ট্রাইব্রেকারে ব্রাজিল নেওয়া প্রথম চারটি শটের সবগুলোই জালে জড়ান ব্রাজিলিয়ান ফুটবলাররা। অপরদিকে মেক্সিকোর নেওয়া প্রথম দুই শট গোলপোস্ট খুঁজে পায়নি। তৃতীয় শট গোলপোস্ট বরাবর থাকলেও তা আটকিয়ে দেন ব্রাজিলিয়া গোলরক্ষক সান্তোস। মেক্সিকোর হয়ে চতুর্থ শট নেন ইয়োহান ভাসকেস। তার শট আটকাতে পারেননি ব্রাজিলিয়ান গোলরক্ষক। তবে ততক্ষণে নিজেদের জয় নিশ্চিত করে নিয়েছিল ব্রাজিল।

ম্যাচের শুরু থেকেই মেক্সিকোর উপর চাপ তৈরি করে খেলছিলো ব্রাজিল। ম্যাচের ১০ম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল। তবে গিলেরমো আরানার নেওয়া শট রুখে দেন মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক ওচোয়া।

২৮তম মেক্সিকোর ডি বক্সে একটি পেনাল্টি সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে ভিএআরের মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি।

বিরতির আগ মুহূর্তে এগিয়ে যাওয়ার সুযোগ পায় মেক্সিকো। ডি-বক্সে উরিয়েল আন্তুনার নেওয়া শট ব্রাজিলের গোলরক্ষককে ফাঁকি দিলেও ডিফেন্ডার ডিয়েগো কার্লোস প্রতিহত করেন।

গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা রিচার্লিসন ৮২তম মিনিটে হেড দিয়ে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পান। তবে ভাগ্য সহায় না হওয়ায় দলকে এগিয়ে নিতে পারেননি। দানি আলভেসের ক্রসে বল হেড দিয়ে গোলপোস্টে ঢুকালেও বল ভিতরের দিকে যায়নি। এরপর আর কোনো দলই গোলের স্পষ্ট কোনো সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত খেলা গড়ায় ট্রাইব্রেকারে।

২০১২ লন্ডন অলিম্পিকে ফাইনালে মেক্সিকোর কাছে হেরেই ব্রাজিলের স্বর্ণ পদকের স্বপ্নভঙ্গ হয়। অবশ্য পরের আসরে ঘরের মাঠে অলিম্পিক স্বর্ণের দেখা পায় সেলেসাওরা।

টানা দ্বিতীয় স্বর্ণপদকের লড়াইয়ে দ্বিতীয় সেমিফাইনালে জাপান ও স্পেনের মধ্যে জয়ীর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইসরায়েলের মাঠে মুসলিম ফুটবলার হাকিমিকে দুয়োধ্বনি

ইসরায়েলের মাঠে মুসলিম ফুটবলার হাকিমিকে দুয়োধ্বনি

বসুন্ধরার মালদ্বীপ সফরের সময়ও চলবে প্রিমিয়ার লিগ

বসুন্ধরার মালদ্বীপ সফরের সময়ও চলবে প্রিমিয়ার লিগ

ডুরান্ড কাপে আমন্ত্রণ পেল বাংলাদেশের দুই ক্লাব

ডুরান্ড কাপে আমন্ত্রণ পেল বাংলাদেশের দুই ক্লাব

কোপায় দুর্দান্ত খেলা আর্জেন্টাইন রোমেরোকে দলে নিচ্ছে টটেনহ্যাম

কোপায় দুর্দান্ত খেলা আর্জেন্টাইন রোমেরোকে দলে নিচ্ছে টটেনহ্যাম