মেসিকে না রাখা বার্সার জন্য ‘সেরা সিদ্ধান্ত’ : লাপোর্তে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২০ এএম, ০৭ আগস্ট ২০২১
মেসিকে না রাখা বার্সার জন্য ‘সেরা সিদ্ধান্ত’ : লাপোর্তে

দুই দশকের বেশি সময়ের সম্পর্কের ইতি টেনেছে বার্সেলোনা এবং লিওনেল মেসি। ক্লাবের অর্থনৈতিক পরিস্থিতির কারণে মেসির সাথে নতুন চুক্তির বিষয়ে সম্মত হলেও কাগজে কলমে আর চুক্তি করতে পারেনি দুই পক্ষ। এমন পরিস্থিতিতে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তে জানালেন, মেসিকে বার্সেলোনায় না রাখার সিদ্ধান্ত কাতালান ক্লাবটির জন্য সেরা সিদ্ধান্ত ছিল।

করোনাভাইরাস মহামারির কারণে বার্সেলোনার আর্থিক পরিস্থিতি ছিলো বেশ নাজুক। ক্লাবের বাজে অর্থনৈতিক পরিস্থিতির অর্ধেক বেতন নিয়েই ক্লাবে থাকতে রাজি হয়েছিলো। তারপরও মেসিকে রাখার সামর্থ্য নেই বার্সেলোনার। অবশ্য বার্সেলোনার এ অবস্থা থেকে বের হওয়ার উপায় দেখিয়ে দিয়েছিলো স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত সে চুক্তিতে রাজি হয়নি বার্সেলোনা বোর্ড।

যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের সাথে একটি চুক্তি করতে বলেছিল লা লিগা। সে চুক্তি করলে প্রায় ২৭০ বিলিয়ন ডলার অর্থ পেত বার্সেলোনা। যা দিয়ে বার্সেলোনা তাদের দলবদল এবং ফুটবলারদের বেতন পরিশোধে নিশ্চিন্ত হতে পারতেন। সেটা হলে মেসিকে ধরে রাখা তাদের জন্য বেশ সহজ কাজ হতো।

তবে এ চুক্তি করলে আগামী ৫০ বছরের জন্য ক্লাবের টিভিস্বত্বের ১০ শতাংশ শেয়ারের মালিক হতো লগ্নিকারক প্রতিষ্ঠান সিভিসি। এতে করে বার্সেলোনা প্রায় ৮০০ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হতো। এতে করে বার্সেলোনার ভবিষ্যত বেশ ক্ষতির মুখে পড়তো। এ কারণেই সিভিসির সাথে কোনো ধরনের চুক্তি করেনি বার্সেলোনা।

লাপোর্তে জানিয়েছেন, মেসিকে দলে রাখার জন্য ক্লাবকে এতবড় ঝুঁকির মধ্যে ফেলতে চাননা তিনি। তিনি বলেন, ‘মেসিকে দলে রাখতে গেলে ক্লাবকে এমন একটা চুক্তি করতে হবে যা হলে ক্লাবের টিভি স্বত্ব ৫০ বছরের জন্য ক্ষতির মুখে পড়তো।’

লাপোর্তে আরও বলেন, ‘ক্লাব সবসময় খেলোয়াড়, কোচ এবং অন্যান্য সবার থেকে উপরে থাকবে। আমরা মেসির সাথে চুক্তি করতে চেয়েছিলাম। তবে লা লিগার আইনের কারণে তা করা সম্ভব হয়নি।’

মেসিকে ক্লাবে রাখতে না পারার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তবে এটাকে ক্লাবের জন্য সেরা সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন। বলেন, ‘আমি দুঃখিত। তবে আমি মনে করি ক্লাবের জন্য সেরা সিদ্ধান্তটাই নিয়েছি।’

ক্যারিয়ার জুড়ে অসংখ্যবার বার্সেলোনার আনন্দের সাক্ষী হয়েছেন লিওনেল আন্দ্রেস মেসি। দলের ৩৪ টি শিরোপা জয়ে ভূমিকা রেখেছেন। এছাড়াও ক্লাবের সর্বোচ্চ গোলদাতা এবং ক্লাবের হয়ে সবচেয়ে বেশিবার মাঠে নামারও রেকর্ড মেসির দখলে। তাই মেসিকে বিদায় বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তে।

তিনি বলেন, ‘মেসি আমাদের ইতিহাসে বেশ বড় একটি ছাপ রেখেছে। আমরা এর জন্য বেশ কৃতজ্ঞ।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির গন্তব্য কোথায়? সম্ভাব্যের তালিকায় ম্যানসিটি ও পিএসজি

মেসির গন্তব্য কোথায়? সম্ভাব্যের তালিকায় ম্যানসিটি ও পিএসজি

এক নজরে বার্সেলোনা-মেসির পরিসংখ্যান

এক নজরে বার্সেলোনা-মেসির পরিসংখ্যান

মেসির বিদায়ে যা বললেন বার্সা সভাপতি

মেসির বিদায়ে যা বললেন বার্সা সভাপতি

আইপিএলের এক মাস আগেই দুবাইয়ে ঘাটি গাড়ছে চেন্নাই

আইপিএলের এক মাস আগেই দুবাইয়ে ঘাটি গাড়ছে চেন্নাই