জুভেন্টাসকে হারিয়েই মেসি পরবর্তী বার্সার পথচলা শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৯ আগস্ট ২০২১
জুভেন্টাসকে হারিয়েই মেসি পরবর্তী বার্সার পথচলা শুরু

মেসি এবং বার্সেলোনা-শব্দ দুইটা এতদিন একে অপরের পরিপূরক ছিল। তবে এখন সবই অতীত। বাস্তবতা মেনে এখন থেকে মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে কাতালানদের। মেসিবিহীন বার্সেলোনার পথ যাত্রা শুরু হলো জুভেন্টাসের বিপক্ষে। হোয়ান গ্যাম্পার ট্রফিতে সেই ম্যাচে মেসি না থাকলেও জয় পেতে বেগ পেতে হয়নি বার্সাকে। রবিবার (৮ আগস্ট) দিবাগত রাতে জুভেন্টাসের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় বার্সা।

জোহান ক্রুফ স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বার্সা। পুরো ম্যাচ জুড়ে বার্সেলোনার বল পজিশন ছিল ৬৯ শতাংশ। উভয় দলই ১৩টি করে শট নিয়ে বার্সেলোনা গোল বের করতে পারলেও পারেনি জুভেন্টাস।

জুভেন্টাসের বিপক্ষে লিড পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। ইউসুফ দেমিরের পাস থেকে মেম্ফিস ডিপাইয়ের দারুণ এক গোলে লিড পেয়ে যায় কাতালানরা। প্রথমার্ধে আর কোন গোল না পেলে ১-০ গোলে এগিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে জুভেন্টাস রোনালদোকে তুলে নিলে দলটি যেনো আরও ভারসাম্য হারিয়ে ফেলে। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে বার্সাকে ২-০ গোলে এগিয়ে নেন মার্টিন ব্র্যাথওয়েট। মেম্ফিস ডিপাইয়ের কর্ণার থেকে হেড থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন তিনি।

ম্যাচের একেবারে শেষ দিকে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন রিকি পুজ। দূর পাল্লার জোরালো শটে তিনি দলকে শেষ বারের মতো এগিয়ে নেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এটিই আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত : মেসি

এটিই আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন মুহূর্ত : মেসি

বার্সায় মেসির একমাত্র আক্ষেপ চ্যাম্পিয়নস লিগ

বার্সায় মেসির একমাত্র আক্ষেপ চ্যাম্পিয়নস লিগ

বিদায়ের জন্য প্রস্তুত ছিলাম না : মেসি

বিদায়ের জন্য প্রস্তুত ছিলাম না : মেসি

অলিম্পিক ফুটবলে ব্রাজিলের টানা দ্বিতীয় স্বর্ণ

অলিম্পিক ফুটবলে ব্রাজিলের টানা দ্বিতীয় স্বর্ণ