আর্জেন্টিনার শেষ ম্যাচে থাকছেন না রোমেরো-মার্টিনেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৭ পিএম, ৩১ আগস্ট ২০২১
আর্জেন্টিনার শেষ ম্যাচে থাকছেন না রোমেরো-মার্টিনেজ

করোনাভাইরাস মহামারির কারণে কঠোর সতর্কতা অবলম্বন করছে ইউরোপিয়ান দেশগুলো। ইউরোপের দেশে পা রাখলেই কঠোর কোয়ারেন্টাইন পালন করতে হয়। এ কারণে প্রিমিয়ার লিগের ফুটবলারদের ছাড়তে চায়নি ক্লাবগুলো। এরপরেও দেশের হয়ে খেলতে ইংল্যান্ড ছেড়েছেন রোমেরো এবং মার্টিনেজ। তবে ক্লাবের নির্দেশেই আর্জেন্টিনার শেষ ম্যাচের আগেই ফিরবেন তারা।

ইংল্যান্ডের লাল তালিকাভুক্ত দেশের তালিকায় আছে ল্যাটিন আমেরিকা অঞ্চলের দেশগুলো। সেখান থেকে ফিরলেই বাধ্যতামূলক দশদিনের কোয়ারেন্টাইন পালন করতে হয়। মূলত এ কারণেই ফুটবলারদের ছাড়তে রাজি নয় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।

ক্লাবের চোখ রাঙানি উপেক্ষা করেই জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন চার আর্জেন্টাইন ফুটবলার। তবে ক্লাবের যোগ দেওয়ার আগে তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনে থাকলে পাবেন না কোনো অনুশীলন সুযোগ। সে সমস্যা সমাধানে বিকল্প উপায় খুঁজে বের করেছেন তারা।

বিশ্বকাপ বাছাই পর্বের আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ শেষেই আলবিসেলেস্তাদের ডেরা ছাড়বেন ক্রিস্টিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং জিওভানি লে চেলসো। তাদের কোয়ারেন্টাইন পালনের জন্য গন্তব্য হবে ক্রোয়েশিয়া। সেখানে জনবিচ্ছিন্ন দ্বীপে কোয়ারেন্টাইনের পাশাপাশি অনুশীলনও করবেন এ চার ফুটবলার।

ইংল্যান্ডের লাল তালিকাভুক্ত দেশের তালিকায় নেই ক্রোয়েশিয়া। তাই তো সেখান থেকে ইংল্যান্ডে ঢুকতে কোনো ধরনের কোয়ারেন্টাইন পালন করতে হয়না। তাই ক্রোয়েশিয়াকে বেছে নিয়েছে তারা।

ফুটবলারদের ক্রোয়েশিয়া হয়ে ইংল্যান্ডে যাওয়ার এ বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব এভারটন। তারা বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ আমেরিকা থেকে ফিরে ক্লাবের হয়ে খেলতে যেন কোনো অসুবিধায় পড়তে না হয়, এজন্যই এক ম্যাচ আগে দল ছাড়বেন ফুটবলাররা।

অপরদিকে আর্জেন্টিনা ফুটবলার ফেডারেশন জানিয়েছে, ক্লাবের সাথে এমন কোনো চুক্তির জন্য ফুটবলার হারাবে না তারা। তবে বলিভিয়ার বিপক্ষে ইংলিশ লিগের কোনো ফুটবলারকে ধরে রাখবেন না তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সেরা ফর্মের ধারের কাছেও নেই মেসি : পচেত্তিনো

সেরা ফর্মের ধারের কাছেও নেই মেসি : পচেত্তিনো

শঙ্কা কাটিয়ে আর্জেন্টিনা দলে যোগ দিয়েছেন মার্টিনেজ-রোমেরো

শঙ্কা কাটিয়ে আর্জেন্টিনা দলে যোগ দিয়েছেন মার্টিনেজ-রোমেরো

বাধ্য হয়েই আন্তর্জাতিক উইন্ডোতে ফুটবলার ছাড়বে লা লিগার ক্লাবগুলো

বাধ্য হয়েই আন্তর্জাতিক উইন্ডোতে ফুটবলার ছাড়বে লা লিগার ক্লাবগুলো

ইনজুরি কাটিয়ে বার্সেলোনায় ফিরলেন টের স্টেগান

ইনজুরি কাটিয়ে বার্সেলোনায় ফিরলেন টের স্টেগান