বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের সাতে সাত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪১ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২১
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের সাতে সাত

প্রিমিয়ার লিগের নয় ফুটবলারের পাশাপাশি রাশিয়া লিগে খেলা দুই ফুটবলারকে হারিয়ে একটু পিছিয়ে ছিল ব্রাজিল। তবুও ব্রাজিলকে আটকাতে পারেনি চিলি। কোপা আমেরিকার ফাইনাল হারের দুঃখ ভুলে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের জয়রথ ছুটেই চলেছে। প্রতিপক্ষের মাঠে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে চিলির মাঠে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল। আগের ছয় ম্যাচে জয় পেলেও এ ম্যাচে গুরুত্বপূর্ণ কিছু ফুটবলার না থাকায় কিছুটা পিছিয়ে ছিল ব্রাজিল। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে চিলির বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নেয় সেলেসাওরা।

প্রথমদিক দুই দলই গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। তবে কেউই বল জালে জড়াতে পারেননি। ম্যাচের ২৮তম মিনিটে আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ব্রাজিল। ফাঁকায় বল পেয়েও লক্ষ্যে শট রাখতে পারেননি নেইমার।

এর দুই মিনিট পর আর্তুরো ভিদালের ফ্রি কিক আটকে দেন ব্রাজিলের গোলরক্ষক। ম্যাচের ৩৩তম মিনিটে ব্রাজিলের জালে বল জড়ান ইভান মোরালেস। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোল মেলেনি। এর ছয় মিনিটে আবারও ভিদালের শট আটকে দেন ওয়েভেরতন।

এরপর প্রথমার্ধে আর কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি দুই দল। ম্যাচের ৬৪তম মিনিটে সুযোগ সন্ধানী রিরেইরোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের শট ক্লাদিও ব্রাভো ফিরিয়ে দিলে ফিরতি শটে বল জালে জড়ান রিবেইরো।

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ব্রাজিলের রক্ষণের পরীক্ষা নিচ্ছিল চিলি। তবে মার্কিনিয়োস-এডার মিলিতাওদের দৃঢ়তায় জালে বল জড়াতে পারেনি চিলি।

সাত ম্যাচে টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। ১৫ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চড়ামূল্যে বিক্রি হচ্ছে রোনালদোর প্রত্যাবর্তন ম্যাচের টিকিট

চড়ামূল্যে বিক্রি হচ্ছে রোনালদোর প্রত্যাবর্তন ম্যাচের টিকিট

রিয়ালের আস্থার প্রতিদান দিতে চান হ্যাজার্ড

রিয়ালের আস্থার প্রতিদান দিতে চান হ্যাজার্ড

আন্তর্জাতিক গোলে রোনালদোর নতুন রেকর্ড

আন্তর্জাতিক গোলে রোনালদোর নতুন রেকর্ড

আরও দুই ফুটবলারকে হারালো ব্রাজিল

আরও দুই ফুটবলারকে হারালো ব্রাজিল