ব্রাজিল চেয়েছিল ম্যাচ হোক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২১
ব্রাজিল চেয়েছিল ম্যাচ হোক

খেলা শুরু হওয়ার পাঁচ মিনিট পর স্থগিত করা হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। এ নিয়ে পুরো ফুটবল বিশ্বে বেশ আলোচনা চলছে। আর্জেন্টিনার ফুটবলাররা ব্রাজিলে তিনদিন কাটিয়েছেন। ম্যাচের এক ঘন্টা আগে একাদশ প্রকাশ করা হয়েছে। তখন কোনো বাঁধা আসেনি, ম্যাচ শুরুর সাথে সাথেই মাঠে চলে আসেন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা।

ম্যাচ শুরুর পর ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা মাঠে প্রবেশ করেন। তারা জানান, ইংল্যান্ড থেকে আসা চার ফুটবলার ছাড়াই আর্জেন্টিনাকে খেলতে হবে। পরে কয়েকবার আলোচনার পর শেষ পর্যন্ত ম্যাচ স্থগিতের ঘোষণা আসে।

ম্যাচ স্থগিত হওয়ার পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। ব্রাজিলের এমন কান্ডের রীতিমতো ক্ষুব্ধ তিনি। ম্যাচের আগে আর্জেন্টিনার চার ফুটবলার না খেলানোর ব্যাপারের কিছু জানানো হয়নি বলে দাবী করেন তিনি। এছাড়াও তিনি জানান, ব্রাজিলের ফুটবলারও ম্যাচ খেলতে চেয়েছিল।

স্ক্যালোনি বলেন, ‘বিষয়টা আমাকে বেশ কষ্ট দিচ্ছে। আমি কোনো অভিযুক্তকে খুঁজছি না। এটা উপযুক্ত সময় না। আমাদেরকে কখনই জানানো হয়নি ওরা ম্যাচ খেলতে পারবে না। আমরা ম্যাচ খেলতে চেয়েছিলাম। এমনকি ব্রাজিলিয়ান ফুটবলাররাও চেয়েছিল।’

নিজের দলের ফুটবলাদের অন্য কেউ তুলে নিয়ে যাবে সেটা কখনই মানবেন না বলে জানিয়েছেন স্ক্যালোনি। জানান, খেলোয়াড়দের রক্ষার করার দায়িত্ব তার।

এ বিষয়ে স্ক্যালোনি বলেন, ‘আমার খেলোয়াড়দের আমাকেই রক্ষা করতে হবে। যদি কেউ আসে আর আমার খেলোয়াড়দের নিয়ে যেতে চায়, সেটার কোনো সুযোগ নেই।’

ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের এমন ঘটনাও পছন্দ করেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিষয়টিকে বিব্রতকর বলেছেন তিনি। বলেন, ‘এ ঘটনা খুবই বিব্রতকর। আমরা তিন ধরে ব্রাজিলে আছি। তখন কিছুই হয়নি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে স্বাস্থ্য কর্তাদের বাধা!

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে স্বাস্থ্য কর্তাদের বাধা!

১২ ঘণ্টায় রোনালদোর ৩২.৫ মিলিয়ন ইউরোর জার্সি বিক্রি

১২ ঘণ্টায় রোনালদোর ৩২.৫ মিলিয়ন ইউরোর জার্সি বিক্রি

ফিলিস্তিনের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলো জামাল ভূঁইয়ারা

ফিলিস্তিনের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলো জামাল ভূঁইয়ারা

চোটের কারণে ইংল্যান্ড দলকে ছিটকে গেলেন জর্ডান সানচো

চোটের কারণে ইংল্যান্ড দলকে ছিটকে গেলেন জর্ডান সানচো