ড্র দিয়ে লিগ শেষ করলো চ্যাম্পিয়ন বসুন্ধরা, সেরা খেলোয়াড় জিকো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৭ এএম, ২১ সেপ্টেম্বর ২০২১
ড্র দিয়ে লিগ শেষ করলো চ্যাম্পিয়ন বসুন্ধরা, সেরা খেলোয়াড় জিকো

চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামলো টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২১ এর টুর্নামেন্টের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু’দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে৷ ম্যাচের ২৮তম মিনিটে আত্মঘাতি গোলে আবাহনী এগিয়ে গেলেও ৯ মিনিট পর তপুর গোলে সমতায় ফিরে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় চলমান শেষ হওয়া ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২০-২১’ আসরে আগেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বসুন্ধরা কিংস। ফলে সমাপনী ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র।

সমাপনী ম্যাচ শেষে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স-আপ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। পুরক্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও বাফুফে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
sportsmail24
টুর্নামেন্টে সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘের মো. নিহাত জামান উচ্ছাস। এছাড়া বাংলাদেশি ক্যাটাগরিতে আনিসুর রহমান জিকো (বসুন্ধরা কিংস) এবং বিদেশি ক্যাটাগরিতে ব্রাজিলের রবসন আজেভেদো দা সিলভা (বসুন্ধরা কিংস) লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। আর ফেয়ার-প্লে দল হিসেবে পুরস্কৃত হয়েছে আবাহনী লিমিটেড, ঢাকা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রয়, বাফুফে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম, বাফুফে সদস্য যথাক্রমে টিপু সুলতান, ইমতিয়াজ হামিদ (সবুজ), মো. আমের খান, মহিদুর রহমান মিরাজ, হেড অব ডিজিটাল (টি-স্পোর্টস) মেহরাব আলম চৌধুরী এবং বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ উপস্থিত ছিলেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হেজাজি-সামির শাকিরের পর অস্কার ব্রুজেন

হেজাজি-সামির শাকিরের পর অস্কার ব্রুজেন

জেমি ডে’র সাথে চুক্তি করাটাই ঠিক হয়নি : কাজী সালাউদ্দিন

জেমি ডে’র সাথে চুক্তি করাটাই ঠিক হয়নি : কাজী সালাউদ্দিন

নতুন ফর্মেশনে ব্যর্থ হয়ে পুরোনোতে ফিরছে বাংলাদেশ ফুটবল

নতুন ফর্মেশনে ব্যর্থ হয়ে পুরোনোতে ফিরছে বাংলাদেশ ফুটবল

জাতীয় দলের তালিকায় এলিটা কিংসলে

জাতীয় দলের তালিকায় এলিটা কিংসলে