চোট কাটিয়ে ফিরছেন আগুয়েরো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২১ এএম, ১৮ অক্টোবর ২০২১
চোট কাটিয়ে ফিরছেন আগুয়েরো

মৌসুমের শুরু থেকেই ব্যাকফুটে রয়েছে বার্সেলোনা। একদিকে মেসির ক্লাব ছাড়া, অপরদিকে ইনজুরি সমস্যা সব মিলিয়ে মৌসুমের শুরু থেকেই একের পর এক হোঁচট খাচ্ছে কাতালান ক্লাবটি। তবে এবার ক্লাবটিতে যুক্ত হচ্ছে ঘুরে দাঁড়ানোর রসদ। চোট কাটিয়ে দলে ফিরেছেন আনসু ফাতি, এবার ফিরবেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো।

হাঁটুর চোট কাটিয়ে প্রায় এক বছর প্রায় মাঠে ফিরেছেন আনসু ফাতি। লা লিগায় প্রত্যাবর্তনের ম্যাচে শেষ ১০ মিনিটে বদলি হিসেবে নেমে দারুণ এক গোল করেন। পরের ম্যাচে শুরুর একাদশে থাকবেন বলে গুঞ্জন আছে।

রোববার (১৭ অক্টোবর) রাত একটায় ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে আতিথ্য দিবে বার্সেলোনা। এ ম্যাচ দিয়ে বার্সেলোনার জার্সিতে অভিষেক হতে পারে সার্জিও আগুয়েরোর।

ম্যানচেস্টার সিটির সাথে চুক্তির মেয়াদ শেষ করে চলতি বছরের জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেন। ইংলিশ ক্লাবটিতে ছিলেন দারুণ সফল। প্রিমিয়ার লিগে ১৮৪ গোল করে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। এছাড়াও সিটিজেনদের হয়ে ২৬০ গোল করে তাদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা আগুয়েরো।

অনেক আশা নিয়ে ক্যাম্প ন্যুতে যোগ দিয়েছিলেন আগুয়েরো। তবে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ পেশিতে চোট পেয়ে ছিটকে যান তিনি। এ চোটের পর সপ্তাহখানিক আগে অনুশীলনে ফেরেন এ স্ট্রাইকার।

শনিবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে কোম্যান জানালেন, আগুয়েরোর ফিটনেসে অনেক উন্নতি হয়েছে। শোনালেন তাকে মাঠের নামানোর সম্ভবনার কথা।

কোম্যান বলেন, ‘দেরিতে হলেও সে অনেক উন্নতি করেছে। বুধবারের প্রস্তুতি ম্যাচে খেলেছে ২০-২৫ মিনিট। সে ভালো আছে। অনেক দিন সে ম্যাচ খেলার মধ্যে নেই, তবে সেটা খেলতে খেলতে আসবে। সে স্কোয়াডে থাকতে পারে। দলে সে অনেক কিছু যোগ করতে পারে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এমবাপের গোল, মেসি-নেইমারহীন পিএসজির জয়

এমবাপের গোল, মেসি-নেইমারহীন পিএসজির জয়

বরখাস্ত হলেন প্যারাগুয়ের কোচ

বরখাস্ত হলেন প্যারাগুয়ের কোচ

বার্সেলোনায় পেদ্রির রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো

বার্সেলোনায় পেদ্রির রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো