শঙ্কায় পড়া ইউনাইটেডকে বাঁচালো রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৮ এএম, ২২ অক্টোবর ২০২১
শঙ্কায় পড়া ইউনাইটেডকে বাঁচালো রোনালদো

আটালান্টার বিপক্ষে ম্যাচ শুরুর প্রথম ২৮ মিনিটেই দুই গোল হজম করে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পর মার্কাস র‌্যাশফোর্ড ও হ্যারি ম্যাগুইয়ারের গোলে সমতায় ফিরলেও পয়েন্ট হারানো শঙ্কায় পড়ে তারা। তবে শেষ দিকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে জয়ের হাসি হাসে ইউনাইটেড।

বুধবার (২০ অক্টোবর) দিনগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আটাণান্টাকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে স্বাগতিকরা। চ্যাম্পিয়নস লিগে এ জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট (২ জয়, এক হার) টেবিলে ‘এফ’ গ্রুপের শীষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচের ১৫তম মিনিটে মারিও পাসালিচ এবং ২৮তম মিনিটে দেমিরালের গোলে শুরুতেই পিছিয়ে পড়ে ইউনাইটেড। ফলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা।

বিরতি থেকে ফিরে ঘুরে দাঁড়ায় ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৩তম মিনিটে মার্কাস র‌্যাশফোর্ড প্রথম গোল ব্যবধান কমান। এরপর ৭৫তম মিনিটে দলকে সমতা ফেরান হ্যারি ম্যাগুইয়ার।

টানা দুই গোল খেয়ে আটালান্টা যখন নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টায় ঠিক তখনই জয়সূচক গোলটি করেন রোনালদো। ম্যাচের শেষ দিকে ৮১তম মিনিটে গোল করে পয়েন্ট হারানোর শঙ্কা থেকে দলকে রক্ষা করে জয় এনে দেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর এটি ১৩৭টি তম গোল। নির্ধারিত সময় শেষে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ম্যাচে প্রায় ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ২২ বার শট নিয়ছিল ইউনাইটেড, যার মধ্যে ৯টি ছিল টার্গেট শট। অন্যদিকে, আটালান্টার ১৩টি শটের মধ্যে লক্ষ্যে ছিল ৬টি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দীর্ঘদিন পর দুই সতীর্থের মহামিলন

দীর্ঘদিন পর দুই সতীর্থের মহামিলন

এবার বেনফিকার মাঠে হারলো বার্সেলোনা

এবার বেনফিকার মাঠে হারলো বার্সেলোনা

১০০ কোটি রিলিজ ক্লজে বার্সা-ফাতি নতুন চুক্তি

১০০ কোটি রিলিজ ক্লজে বার্সা-ফাতি নতুন চুক্তি

মেসির জোড়া গোলে এমবাপের পেনাল্টি মিসেও পিএসজির স্বস্তি

মেসির জোড়া গোলে এমবাপের পেনাল্টি মিসেও পিএসজির স্বস্তি