বার্সেলোনার ইনজুরি তালিকায় যুক্ত হলেন ডেম্বেলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৩ এএম, ০৬ নভেম্বর ২০২১
বার্সেলোনার ইনজুরি তালিকায় যুক্ত হলেন ডেম্বেলে

বার্সেলোনার ইনজুরি তালিকা যেন কোনো ভাবেই ছোট করা যাচ্ছে না। সার্জিও আগুয়েরো-জেরার্ড পিকের পর এ তালিকায় যুক্ত হলেন ফরওয়ার্ড উসমান ডেম্বেলে। হাঁটুর ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে পড়েছেন তিনি।

চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছিলেন উসমান ডেম্বেলে। তবে মাঠে ফিরে আবারও চোটে পড়েছেন বার্সেলোনার ফরওয়ার্ড উসমান ডেম্বেলে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে কাতালান ক্লাবটি জানায়, বাম পায়ের পেশির চোটে পড়েছেন ২৪ বছর বয়সী উসমান ডেম্বেলে। শুধু উসমান ডেম্বেলে নয়, সার্জিনো দেস্তেও ইনজুরিতে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছেন। তবে কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখনও নিশ্চিত করেনি বার্সা কর্তৃপক্ষ।

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় যোগ দেন উসমান ডেম্বেলে। তবে বার্সেলোনায় যোগ দেওয়ার পর একের পর এক চোটে পড়ে মাঠের বাইরে আছেন তিনি।

চলতি বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্সের হয়ে হাঙ্গেরি বিপক্ষে ম্যাচে চোটে পড়েন উসমান ডেম্বেলে। এ ম্যাচে খেলার সময় ডান হাঁটুতে চোট পান ডেম্বেলে। তখন চোটে পড়ে তাকে শল্যবিদের ছুরির নিচে যেতে হয়।

লম্বা বিরতি কাটিয়ে চলতি বছরের অক্টোবরে অনুশীলনে ফেরেন উসমান ডেম্বেলে। চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষে ম্যাচে মাঠে নামেন তিনি। এ চোটের কারণে শনিবার (৬ নভেম্বর) সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে নামতে পারবেন না তিনি।

লা লিগায় ১১ ম্যাচে চারটি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে বার্সেলোনা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

টটেনহামের কোচের দায়িত্বে কন্তে

টটেনহামের কোচের দায়িত্বে কন্তে

চোট কাটিয়ে জাতীয় দলে গ্যারেথ বেল

চোট কাটিয়ে জাতীয় দলে গ্যারেথ বেল

তিন মাসের জন্য মাঠের বাইরে আগুয়েরো

তিন মাসের জন্য মাঠের বাইরে আগুয়েরো

আগুয়েরো-পিকে ইনজুরিতে, বাড়ছে বার্সার শঙ্কা

আগুয়েরো-পিকে ইনজুরিতে, বাড়ছে বার্সার শঙ্কা