জানুয়ারিতে ঘোষিত হবে ফিফার বর্ষসেরার নাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২১ এএম, ১১ নভেম্বর ২০২১
জানুয়ারিতে ঘোষিত হবে ফিফার বর্ষসেরার নাম

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা চলতি ২০২১ সালের সেরা ফুটবলার এবং কোচের নাম ঘোষণা করা তারিখ চূড়ান্ত করেছে। আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানিয়েছে ২০২২ সালের ১৭ জানুয়ারি ঘোষিত হবে ফিফার বর্ষসেরার নাম।

করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালের ২০২২ সালেও ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে জানানো হয়েছে। সুইজারল্যান্ডের জুরিখের অবস্থিত ফিফার প্রধান কার্যালয় থেকে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ নামে অনুষ্ঠানটি পরিচালিত হবে।

ফিফার পুরষ্কারের জন্য জাতীয় দলের অধিনায়ক, কোচ, দর্শক এবং নির্বাচিত গণমাধ্যমকর্মীরা ২২ নভেম্বর থেকে ভোট দিতে পারবেন। ভোট কার্যক্রম চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

২০২১ সালের ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডস্কি। নারী ফুটবলার হিসেবে এ খেতাব জিতেছিলেন লুসি ব্রোঞ্জ।

সর্বশেষ দুই বছরের ফিফার বর্ষসেরা কোচের খেতাব নিজের করে নিয়েছিলেন লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। নারী কোচ হিসেবে এ পুরষ্কার জিতেছিলেন সারিনা ভিয়েগম্যান। বর্তমানে তিনি ইংল্যান্ড নারী দলের কোচ হিসেবে কাজ করছেন।

বর্ষসেরা ফুটবলার এবং কোচের পাশাপাশি সেরা গোলরক্ষক, বছরের সেরা গোলের পুরষ্কার দিয়ে থাকে। এছাড়াও ফেয়ার প্লে এবং ফ্যান অ্যাওয়ার্ড দেয়।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সাথে যৌথভাবে ফিফা ব্যালন ডি’অর পুরষ্কার দিতো। তবে এখন আলাদাভাবে পুরষ্কার দেয় ফিফা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ বাছাইয়ের আগে জার্মান শিবিরে করোনার হানা

বিশ্বকাপ বাছাইয়ের আগে জার্মান শিবিরে করোনার হানা

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে পড়লেন পগবা

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে পড়লেন পগবা

চোট নিয়েই আর্জেন্টিনা দলে মেসি

চোট নিয়েই আর্জেন্টিনা দলে মেসি

নভেম্বর জুড়ে ‘ম্যারাডোনা জার্সি’ পড়বে নাপোলি

নভেম্বর জুড়ে ‘ম্যারাডোনা জার্সি’ পড়বে নাপোলি