নভেম্বর জুড়ে ‘ম্যারাডোনা জার্সি’ পড়বে নাপোলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৭ এএম, ০৯ নভেম্বর ২০২১
নভেম্বর জুড়ে ‘ম্যারাডোনা জার্সি’ পড়বে নাপোলি

ডিয়েগো ম্যারাডোনার জন্য আর্জেন্টাইনদের মন যতটা কাঁদে, ফুটবল ঈশ্বরকে নিয়ে ঠিক ততটাই আবেগী ইতালির শহর নেপলসের জণগন। ১৯৮৪ সালে বার্সেলোনা ছেড়ে নাপোলিতে যোগ দিয়ে নেপলস শহরের এ ক্লাবের ইতিহাসই বদলে দেন তিনি। এর ফলে নেপোলির সমর্থকরা এবং শহরের মানুষের কাছে স্মরণীয় হয়েছে আছেন ফুটবল ঈশ্বর।

২০২০ সালের ২৫ নভেম্বর ওপারে পাড়ি জমান ডিয়েগো ম্যারাডোনা। কিছুদিন পরেই তার মৃত্যুর বর্ষপূর্তি হবে। তবে কোনোভাবেই তাকে ভুলতে পারছে না নাপোলি।

ম্যারাডোনাকে স্মরণ করে রাখতে নিজেদের স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে আর্জেন্টাইন এ তারকার নামে। এবার তাকে স্মরণ করে রাখতে চলতি বছরের পুরো নভেম্বর জুড়ে ম্যারাডোনার ছবি সংবলিত জার্সি পড়ে মাঠে নামবে তারা।

রোববার (৮ অক্টোবর) রাতে ভেরোনার বিপক্ষে ম্যারাডোনার ছবি সংবলিত এ বিশেষ জার্সি পড়ে নামে। এ মাসে অনুষ্ঠিতব্য বাকি দুই ম্যাচেও এ বিশেষ জার্সিতে মাঠে নামবে নেপোলির ফুটবলাররা। 

শুধু নাপোলি নয়, ডিয়েগো ম্যারাডোনাকে স্মরণ করে রাখতে বিভিন্ন আয়োজন রেখেছে বিভিন্ন ক্লাব। এরই অংশ হিসেবে প্রীতিম্যাচে মাঠে নামবে তার সাবেক দুই ক্লাব বার্সেলোনা এবং বোকা জুনিয়র্স। এ ম্যাচটি আয়োজিত হবে চলতি বছরের ১৫ ডিসেম্বর।

এছাড়াও চলতি বছরের ২৮ বছরের দীর্ঘ শিরোপা খরা ঘোচায় আর্জেন্টিনা। সে শিরোপাও ডিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছে মেসিরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

নভেম্বর জুড়ে ‘ম্যারাডোনা জার্সি’ পড়বে নাপোলি

নভেম্বর জুড়ে ‘ম্যারাডোনা জার্সি’ পড়বে নাপোলি

ম্যারাডোনা স্মরণে মাঠে নামছে বার্সা-বোকা জুনিয়র্স

ম্যারাডোনা স্মরণে মাঠে নামছে বার্সা-বোকা জুনিয়র্স

ম্যারাডোনাকে কোপার শিরোপা উৎসর্গ

ম্যারাডোনাকে কোপার শিরোপা উৎসর্গ

দুই চ্যাম্পিয়নের লড়াই, সুপার কাপে আর্জেন্টিনা-ইতালি

দুই চ্যাম্পিয়নের লড়াই, সুপার কাপে আর্জেন্টিনা-ইতালি