উয়েফার নিয়ম ভেঙে জরিমানার মুখে আট ক্লাব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৪ ডিসেম্বর ২০২১
উয়েফার নিয়ম ভেঙে জরিমানার মুখে আট ক্লাব

ইউরোপিয়ান ফুটবলে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফাইনানশিয়ারল ফেয়ার প্লে। অর্থ খরচের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নেয় উয়েফা। এবার সে নিয়ম ভেঙে শাস্তির মুখে পড়েছে ইউরোপের আট ক্লাব।

ফাইনানশিয়াল ফেয়ার প্লের নিয়ম না মানায় জরিমানার মুখে পড়েছে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনসহ আট ক্লাব। পর্তুগিজ চ্যাম্পিয়ন স্পোর্টিং লিসবনকে আড়াই লাখ ইউরো জরিমানা করেছে উয়েফা।

শুধু স্পোর্টিং লিসবন নয়, তাদের লিগ প্রতিদ্বন্দ্বী পোর্তোকেও জরিমানা করেছে। তাদের জরিমানার পরিমান তিন লাখ ইউরো।

উয়েফার জরিমানার মুখোমুখি হওয়া বাকি ছয় ক্লাব হলো- স্পেনের রিয়াল বেটিস, কাজাখাস্তানের আস্তানা, রোমানিয়ার সিএফআর ক্লুজ, বুলগেরিয়ার সিএসকেএ সোফিয়া, জিব্রাল্টারের মোনস কাল্প এবং পর্তুগালের স্যান্টা ক্লারা।

মূলত অর্থ খরচের হিসাব এবং পরিশোধ যোগ্য অর্থের হিসাব না দেওয়ায় তারা এ জরিমানার মুখোমুখি হয়েছে। জরিমানার অর্থ ২০২২ সালের ৩১ জানুয়ারির মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছে উয়েফা। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে আরও বড় শাস্তির মুখোমুখি হতে পারে ক্লাবগুলো।

নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলেও উয়েফার টুর্নামেন্ট থেকে ক্লাবগুলো নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শকশূন্য মাঠে হবে বার্সা-বায়ার্ন ম্যাচ

দর্শকশূন্য মাঠে হবে বার্সা-বায়ার্ন ম্যাচ

সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন এরিকসেন

সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন এরিকসেন

হার না মানার মানসিকতা রিয়ালের শক্তির জায়গা : আনচেলত্তি

হার না মানার মানসিকতা রিয়ালের শক্তির জায়গা : আনচেলত্তি

ইংল্যান্ড নারী ফুটবল দলের অনন্য রেকর্ড

ইংল্যান্ড নারী ফুটবল দলের অনন্য রেকর্ড