মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৬ এএম, ১৩ ডিসেম্বর ২০২১
মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

মাদ্রিদ ডার্বিতে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেছেন করিম বেনজেমা এবং মার্কো অ্যাসেনসিও।

মাদ্রিদ ডার্বি দিয়ে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন করিম বেনজেমা। মাঠে ফিরেই পেয়েছেন গোলের দেখা। এছাড়াও পুরো ম্যাচে নিজেকে আলাদা করে চিনিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ভিনিয়াস জুনিয়র।

ম্যাচের ১৬তম মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। দলের হয়ে গোল করেন করিম বেনজেমা। প্রথমার্ধের আর কোনো গোল না হওয়ায় লিড নিয়েই বিরতিতে যায় গ্যালাক্টিকোরা। বিরতি থেকে ফিরে আবারও গোলের দেখা পায় রিয়াল। এবার স্কোর শিটে নাম তোলেন অ্যাসেনসিও।

অবশ্য এ গোলের পর আর কোনো গোল করতে পারেনি কোনো দল। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে রিয়াল মাদ্রিদ। এ জয়ে লা লিগায় টানা সাত ম্যাচে জয় পেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

১৩ জয়, ৩ ড্র এবং ১ হারে ৪২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান মজবুত করেছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩২। এছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১৮ পয়েন্টে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচে গোল না পেলেও অপ্রতিরোধ্য ছিলেন ভিনিয়াস জুনিয়র। তার বাড়ানো ক্রস থেকেই গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন করিম বেনজেমা। এ নিয়ে লিগে ১৩ গোল করলেন এ ফরাসি স্ট্রাইকার।

নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি অ্যাথলেটিকো মাদ্রিদ। অ্যান্টেনিও গ্রিজম্যানের একটি শট ছাড়া বলার মতো কোনো আক্রমণ করতে পারেনি অ্যাথলেটিকো।

ম্যাচের শেষ দিকে সুয়ারেজ-জোয়াও ফেলিক্সদের নামিয়েও দলের হার এড়াতে পারেননি অ্যাথলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড গড়ে শেষ ষোলোতে লিভারপুল, সঙ্গী রিয়াল-অ্যাথলেটিকো-আয়াক্স

রেকর্ড গড়ে শেষ ষোলোতে লিভারপুল, সঙ্গী রিয়াল-অ্যাথলেটিকো-আয়াক্স

হার না মানার মানসিকতা রিয়ালের শক্তির জায়গা : আনচেলত্তি

হার না মানার মানসিকতা রিয়ালের শক্তির জায়গা : আনচেলত্তি

সেক্স-টেপ কাণ্ডে বেনজেমার জেল

সেক্স-টেপ কাণ্ডে বেনজেমার জেল

জাভির হাতে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা : আনচেলত্তি

জাভির হাতে ঘুরে দাঁড়াবে বার্সেলোনা : আনচেলত্তি