বার্সেলোনায় করোনার ছোবল, আক্রান্ত ফেরান তোরেস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০১ পিএম, ০৪ জানুয়ারি ২০২২
বার্সেলোনায় করোনার ছোবল, আক্রান্ত ফেরান তোরেস

সদ্যই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দিয়েছেন ফেরান তোরেস। চুক্তি করে বার্সেলোনায় চলেও এসেছেন তিনি। এখানে এসেই জানলেন করোনা আক্রান্ত হয়েছেন। শুধু ফেরান তোরেস নন, বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রিও করোনায় আক্রান্ত হয়েছেন।

এমনিতেই চোট এবং করোনা সমস্যায় বেশ আগে থেকেই বিপদে আছে বার্সেলোনা। এর মধ্যে তোরেস এবং পেদ্রির করোনা আক্রান্ত হওয়াটা বড়-সড় ধাক্কা হিসেবেই এসেছে।

সোমবার (৩ জানুয়ারি) ক্যাম্প ন্যুতে বার্সেলোনা সমর্থকদের সাথে পরিচয় করিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ। এর ঘন্টাখানিক পর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তোরেসের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

সেই বিবৃতিতে শুধু ফেরান তোরেস নয়, পেদ্রিরও করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তারা। বিবৃতিতে জানানো হয়েছে, তাদের মধ্যে শারীরিক উপসর্গ দেখা যায়নি। নিরাপত্তার কারণে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে।

এর আগে থেকেই করোনা সমস্যায় জর্জরিত ছিল বার্সেলোনা। মূল দলের ৮ ফুটবলার করোনায় আক্রান্ত। এছাড়া চোট এবং নিষেধাজ্ঞা মিলিয়ে সংখ্যাটা দাঁড়িয়েছে ১৪-তে।

বার্সেলোনা ছাড়াও ইউরোপীয়ান প্রায় সবগুলো ক্লাবই করোনা সমস্যায় জর্জরিত হয়ে আছে। করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ সংক্রামণ ছড়িয়ে পড়ার পর থেকেই এ সমস্যায় ভুগছে দলগুলো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনায় করোনার ছোবল, আক্রান্ত ফেরান তোরেস

বার্সেলোনায় করোনার ছোবল, আক্রান্ত ফেরান তোরেস

ভেস্তে গেল বার্সেলোনা-দেম্বেলের চুক্তির আলোচনা

ভেস্তে গেল বার্সেলোনা-দেম্বেলের চুক্তির আলোচনা

জাভির পরিকল্পনায় নেই ব্রাজিলিয়ান তারকা কৌটিনহো

জাভির পরিকল্পনায় নেই ব্রাজিলিয়ান তারকা কৌটিনহো

গাভির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ জাভি

গাভির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ জাভি