করোনা আক্রান্ত বার্সেলোনা সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৫ এএম, ০৫ জানুয়ারি ২০২২
করোনা আক্রান্ত বার্সেলোনা সভাপতি

ইউরোপের ফুটবলের চারদিকে করোনার ছড়াছড়ি। সেটা ছড়িয়ে গেছে স্প্যানিশ ক্লাবগুলোতেও। শীর্ষ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা রূপ নিয়েছে করোনা শিবিরে।

বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে সর্বশেষ করোনা পজিটিভ হয়েছেন সদ্যই ক্লাবে যোগ দেয়া স্প্যানিশ তারকা ফেরান তোরেস। এবার আক্রান্ত হলেন সভাপতি হুয়ান লাপোর্তা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কো দেল রে’র ম্যাচে লিনারেস দেপার্তিভো এবং পরের ম্যাচে গ্রানাডার বিপক্ষে খেলায় বার্সা সভাপতির মাঠে উপস্থিত থাকার কথা ছিলো। তবে করোনা পজিটিভ হবার কারবে সেটা আর হচ্ছে না।

পিসিআর টেস্টে ফলাফল পজিটিভ আসলেও আপাতত লাপোর্তার শরীরে কোনো উপসর্গ দেখা যায় নি। তবে কোভিড নিরাপত্তার অংশ হিসাবে কোয়ারাইন্টাইনে থাকতে হবে বার্সা সভাপতিকে। পরবর্তী পরীক্ষায় ফলাফল নেগেটিভ হলেই কেবল সুপার কোপার লড়াইয়ে উপস্থিত থাকতে পারবেন লাপোর্তা।

১২ জানুয়ারি (বুধবার) স্প্যানিশ সুপার কোপায় মুখোমুখি হবে স্পেনের দুই ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সৌদি আরবে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনায় করোনার ছোবল, আক্রান্ত ফেরান তোরেস

বার্সেলোনায় করোনার ছোবল, আক্রান্ত ফেরান তোরেস

ভেস্তে গেল বার্সেলোনা-দেম্বেলের চুক্তির আলোচনা

ভেস্তে গেল বার্সেলোনা-দেম্বেলের চুক্তির আলোচনা

গুঞ্জনের অবসান, ম্যানসিটি থেকে বার্সেলোনায় ফেরান তোরেস

গুঞ্জনের অবসান, ম্যানসিটি থেকে বার্সেলোনায় ফেরান তোরেস

করোনায় বিপর্যস্ত বার্সেলোনা-অ্যাটলেটিকো

করোনায় বিপর্যস্ত বার্সেলোনা-অ্যাটলেটিকো