এল ক্লাসিকোতেই বার্সেলোনার হয়ে অভিষেক হচ্ছে তোরেসের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৫ এএম, ১২ জানুয়ারি ২০২২
এল ক্লাসিকোতেই বার্সেলোনার হয়ে অভিষেক হচ্ছে তোরেসের

অবশেষে বার্সেলোনার হয়ে অভিষেক হতে যাচ্ছে স্প্যানিশ স্ট্রাইকার ফেরান তোরেসের। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কোপা দিয়েই বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো মাঠে নামবেন ২১ বছর বয়সী এই তরুণ তুর্কি।

চলতি বছরের ৩ জানুয়ারি ম্যানচেস্টার সিটি থেকে ৬৫ মিলিয়ন ইউরোতে ৫ বছরের জন্য বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন তোরেস। কিন্তু বার্সেলোনায় এসেই করোনার কবলে পড়তে হয় এই স্প্যানিয়ার্ডকে।

তার আগে থেকে পায়ের চোটেও ভুগছিলেন ম্যানসিটির সাবেক তারকা। সব মিলিয়ে তার মাঠে ফেরার অপেক্ষাটা কেবল দীর্ঘ থেকে দীর্ঘতরই হচ্ছিলো। অবেশেষে সব কিছুর অবসান হলো।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে তোরেসের। এরপর ফিটনেস টেস্টের বাধা উতরে যান খুব সহজেই। ফলে মাঠে নামতে আর কোনো সমস্যাই নেই তার।

বার্সেলোনার হয়ে ১৯ নাম্বার জার্সি গায়ে মাঠে মাতাবেন তোরেস। আনুষ্ঠানিকভাবে তোরেসের হাতে জার্সি তুলে দিয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

স্প্যানিশ সুপার কোপার সেমিফাইনালে বুধবার (১২ জানুয়ারি) রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ম্যাচটি সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোভিড জয় করে মাঠে ফিরছেন পেদ্রি-ফেরান

কোভিড জয় করে মাঠে ফিরছেন পেদ্রি-ফেরান

এল ক্ল্যাসিকো দিয়ে মাঠে ফিরছেন আনসু ফাতি

এল ক্ল্যাসিকো দিয়ে মাঠে ফিরছেন আনসু ফাতি

বার্সেলোনায় করোনার ছোবল, আক্রান্ত ফেরান তোরেস

বার্সেলোনায় করোনার ছোবল, আক্রান্ত ফেরান তোরেস

জয়ে নতুন বছর শুরু করলো বার্সেলোনা

জয়ে নতুন বছর শুরু করলো বার্সেলোনা