মেসি-নেইমার ছাড়া পিএসজিকে জয়ে ফেরালো এমবাপে-কেরার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১৬ জানুয়ারি ২০২২
মেসি-নেইমার ছাড়া পিএসজিকে জয়ে ফেরালো এমবাপে-কেরার

ইনজুরির কারণে একাদশে ছিলেন না নেইমার, করোনা থেকে সেরে উঠলেও বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। দলের দুই তারকা ছাড়াও মাঠে নেমে টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরেছে পিএসজি। কিরিয়ান এমবাপের গোলে প্রথমে এগিয়ে যাওয়ার পর জয়ের ব্যবধান বাড়ান করেছেন টিলো কেরার।

শনিবার (১৫ জানুয়ারি) রাতে লিগ ওয়ানে নিজেদের ২১তম ম্যাচে ব্রেস্তের মুখোমুখি হয়েছিল পিএসজি। তুলনামূলক দুর্বল এ প্রতিপক্ষের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে যায় এমবাপের দল। অবশ্য শুরুর কয়েক মিনিট দারুণ খেলেছে ব্রেস্ত। বেশ কিছু আক্রমণে কাপিয়ে দিয়েছিল পিএসজির রক্ষণভাগ।

নিজেদের গুছিয়ে নিয়ে ৩২তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সে বল পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ায় এমবাপে। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

ম্যাচের ৫৩তম মিনিটে দ্বিতীয় গোলে দেখা পায় পিএসজি। ডি-বক্সের মুখে বল পেয়ে প্রথম স্পর্শেই ঠিকানা খুঁজে নেন টিলো কেরার। এরপর শেষ দিকে আরও বেশ কয়েকটি সুযোগ পেলেও সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি পিএসজি। ফলে নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

পুরো ম্যাচে ৬৯ শতাংশ সময় বল পিএসজির তখরে ছিল। এর মধ্যে প্রতিপক্ষের জালে ২০টি শট নিয়েছিল তারা। যেখানে টার্গেট শট ছিল ৯টি। অন্যদিকে, বাকি ৩১ শতাংশ বল পাওয়া ব্রেস্তর নেওয়া ৬টি শটের মাঝে ৩টি টার্গেটের ছিল।

নিজেদের ২১তম ম্যাচে জয় পেয়ে লিগে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরও মজবুত কররো পিএসজি। এছাড়া সমান সংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে নিস।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজির লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয় : মেসি 

পিএসজির লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ জয় : মেসি 

আট সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

আট সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

মেসিকে নিয়ে লাভবান পিএসজি, পেয়েছে নতুন ৮ স্পন্সর

মেসিকে নিয়ে লাভবান পিএসজি, পেয়েছে নতুন ৮ স্পন্সর

নিজেদের মাঠে পিএসজিকে রুখে দিলো লিওন

নিজেদের মাঠে পিএসজিকে রুখে দিলো লিওন