স্প্যানিশ সুপার কোপার ফাইনালে অনিশ্চিত অ্যাসেনসিও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২২
স্প্যানিশ সুপার কোপার ফাইনালে অনিশ্চিত অ্যাসেনসিও

স্পেন ফুটবলের দ্বিতীয় সেরা লড়াই স্প্যানিশ সুপার কোপার ফাইনাল থেকে ছিটকে পড়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড মার্কো অ্যাসেনসিও। কুচকির চোটের কারণে ফাইনালে থাকতে পারছেন না তিনি। যার কারণে রিয়াল মাদ্রিদের সর্বশেষ অনুশীলনেও দেখা যায়নি তাকে।

অ্যাসেনসিও ইনজুরিতে পড়ায় ফাইনালে তার জায়গায় খেলতে পারেন ব্রাজিলিয়ান তারকা রুদ্রিগো গোয়েজ। বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালে অ্যাসেনসিওর বদলি হিসাবে মাঠে দেখা গিয়েছিল তাকে।

ওইদিকে ফাইনালের আগে দলের অনুশীলন অংশ নিয়েছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা। সুপার কোপার ফাইনাল খেলতেও আগ্রহী তিনি। তবে তাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি নন লস ব্লাঙ্কোসদের ম্যানেজার কার্লো আনচেলত্তি।

আলাবাকে খেলানো নিয়ে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘দু’জনকে নিয়ে আমরা এখনও নিশ্চিত নই, আলবা এবং অ্যাসেনসিও। আমরা আগে দেখবো অনুশীলনে তারা কেমন করে। আমরা কাউকে নিয়ে ঝুঁকি নিতে রাজি না। যদি ভালো অনুভব করে তবে তারা খেলবে।’

অ্যাসেনসিও ফাইনালে একপ্রকার অনিশ্চিত হলেও আলাবাকে নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। যদিও আনচেলত্তি খুব করে চাচ্ছেন তাকে। আবার আলবা নিজেও রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম ফাইনাল খেলতে দৃঢ়প্রতিজ্ঞ।

এত কিছুর পরও বাকিটা নির্ভর করেছে তার সুস্থতার উপর। যদি শেষমেশ আলাবা না খেলতেই পারেন তবে সেন্টারব্যাক জুটি হিসাবে এডার মিলিতাওয়ের সাথে জুটি বাঁধবেন নাচো ফার্নান্দেজ।

সোমবার (১৭ জানুয়ারি) স্প্যানিশ সুপার কোপার ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিক বিলাবাও। সেমিফাইনালে রিয়াল বার্সেলোনাকে এবং বিলাবাও হারিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদকে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনাকে বিদায় করে ফাইনালে রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে বিদায় করে ফাইনালে রিয়াল মাদ্রিদ

লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করলো রিয়াল মাদ্রিদ

লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করলো রিয়াল মাদ্রিদ

আলকোয়ানোকে হারিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

আলকোয়ানোকে হারিয়ে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ

করোনায় বিপর্যস্ত বার্সেলোনা-অ্যাটলেটিকো

করোনায় বিপর্যস্ত বার্সেলোনা-অ্যাটলেটিকো