বার্সেলোনাকে বিদায় করে ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৪ এএম, ১৩ জানুয়ারি ২০২২
বার্সেলোনাকে বিদায় করে ফাইনালে রিয়াল মাদ্রিদ

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। এবার তাদের দুঃসময়টা আরেকটু দীর্ঘায়িত করলো চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কোপার সেমিফাইনালে কাতালানদের হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে রিয়াল। ম্যাচের নির্ধারিত সময় ২-২ গোলের ড্র’তে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের গোলে ফাইনালের মঞ্চে পা রাখে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বুধবার (১২ জানুয়ারি) রাতে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে খেলতে নামে দুই দল। এই ম্যাচ দিয়ে বার্সেলোনার হয়ে অভিষেক হয় তরুণ স্প্যানিশ তারকা ফেরান তোরেসের। কিন্তু অভিষেক ম্যাচেই দেখেছেন হলুদ কার্ড। এ ছাড়াও করোনামুক্ত হয়ে মাঠে ফিরেন আনসু ফাতি, পেদ্রির মতো উদীয়মান তারকাও। তাতে বার্সেলোনা হারলেও শেষ পর্যন্ত লড়াই করেছে।

ম্যাচের শুরু থেকেই মাঠে নিজেদের অধিপত্য বিস্তার করতে থাকে দুই দল। তাতে ম্যাচের ২৫ মিনিটেই এগিয়ে যায় অভিজ্ঞতা আর তারুণ্যের সম্বন্ধয়ে আক্রমণভাগ গড়া রিয়াল। করিম বেনজেমার কাছ থেকে বল পেয়ে দারুণ এক শটে আন্দ্রে টের স্টেগানকে পরাস্ত করেন ভিনিসিয়াস জুনিয়র। তবে ব্যবধান বেশিক্ষন টিকলো না। ৪১ মিনিটেই ডেম্বেলের পাস থেকে বার্সেলোনাকে সমতায় ফেরান ডাচ তারকা লুক ডি ইয়ং।

বিরতির পর ৭২ মিনিটে গোল করে রিয়ালকে আবারও এগিয়ে নেন বেনজেমা। এবার পাল্টা আক্রমণে জেগে ওঠে জাভির শিষ্যরাও। তারই ধারায় ম্যাচের ৮৩ মিনিটে গোল করে আবারও বার্সেলোনাকে সমতায় এনে দেন ১০ নাম্বার জার্সিধারী আনসু ফাতি। এরপর পাল্টাপাল্টি আক্রমণ করে গেলেও ২-২ গোলের ড্র নিয়েই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

ফলাফল নির্ধারণে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৮ মিনিটের মাথায় ফেডেরিকো ভালভার্দের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় রিয়াল। তারপরও লড়াই চালিয়ে গিয়েছিল বার্সা। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি কাতালানরা। ফলে ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা। দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এল ক্লাসিকোতেই বার্সেলোনার হয়ে অভিষেক হচ্ছে তোরেসের

এল ক্লাসিকোতেই বার্সেলোনার হয়ে অভিষেক হচ্ছে তোরেসের

লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করলো রিয়াল মাদ্রিদ

লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করলো রিয়াল মাদ্রিদ

করোনায় বিপর্যস্ত বার্সেলোনা-অ্যাটলেটিকো

করোনায় বিপর্যস্ত বার্সেলোনা-অ্যাটলেটিকো

হার না মানার মানসিকতা রিয়ালের শক্তির জায়গা : আনচেলত্তি

হার না মানার মানসিকতা রিয়ালের শক্তির জায়গা : আনচেলত্তি