লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫২ এএম, ০৯ জানুয়ারি ২০২২
লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করলো রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় আগে থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলো রিয়াল মাদ্রিদ। এবার সেই স্থানটা আরও মজবুত করলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। করিম বেনজেমা এবং ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে জয়রথ অব্যাহত রেখেছে তারা।

শনিবার (৮ জানুয়ারি) রিয়াল মাদিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামে দুই দল। ম্যাচের শুরু থেকেই লড়াই হচ্ছিলো সমানে সমান। বেশ কয়েকবার গোলপোস্ট লক্ষ্য করে আক্রমণ করেও গোলের খাতা খুলতে পারেনি কেউই। ৪০ মিনিটের সময় লুকা মদ্রিচের বা’পায়ের বুলেট শট ফিরে আসে বারে লেগে।

একটা সময় মনে হচ্ছিলো গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের বিরতিতে যাবে দুই দল। তবে বিরতির ঠিক আগ মুহূর্ত বল দখলের লড়াইয়ে ক্যাসিমেরোকে ডি বক্সে ফেলে দেন ভ্যালেন্সিয়ার দুই ডিফেন্ডার। তাতে পেনাল্টি পেয়ে যায় লস ব্লাঙ্কোসরা। ৪২ মিনিটে পেনাল্টি থেকে জাল কাঁপাতে কোনো ভুলই হয়নি অভিজ্ঞ ফরাসি স্ট্রাইকার বেনজেমার।

বিরতির পর ৫২ মিনিতে বেনজেমার সাথে ওয়ান-টু-ওয়ান খেলে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। পরক্ষণেই আলতো টাচে বল জালে ঠেলে দিয়ে দলকে ২-০ তে এগিয়ে নেন তিনি।

ম্যাচের ৬০ মিনিটে অ্যাসেনসিওর বুলেট শট ফিরিয়ে দিতে চেয়েছিলেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক। তবে বল ঠিকঠাক ক্লিয়ার না হয়ে থেকে যায় ডি বক্সের ভিতরেই। জায়গা মতো থাকা সুযোগসন্ধানী ভিনিসিয়াস ব্যবধান বাড়িয়ে ৩-০ করতে মোটেই সময় নেননি।

এর মধ্যে ম্যাচের ৭৬ মিনিটে পর্তুজিজ তারকা গঞ্জালেস গুয়েজেসকে ডি বক্সের মধ্যে বাধা দেন মেন্ডি। পেনাল্টি পেয়ে প্রথম শটে লক্ষ্যভেদ না করতে পারেলও ফিরতি শটে ব্যবধান কমান গুয়েজেস।

ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে দ্বিতীয় গোল করে ভ্যালেন্সিয়ার কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন বেনজেমা। এই জয়ে ২১ ম্যাচে ১৫ জয় ৪ ড্র এবং ২ হারে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরো মজবুত করলো রিয়াল মাদ্রিদ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এল ক্ল্যাসিকো দিয়ে মাঠে ফিরছেন আনসু ফাতি

এল ক্ল্যাসিকো দিয়ে মাঠে ফিরছেন আনসু ফাতি

ভেস্তে গেল বার্সেলোনা-দেম্বেলের চুক্তির আলোচনা

ভেস্তে গেল বার্সেলোনা-দেম্বেলের চুক্তির আলোচনা

স্টেডিয়াম সংস্কারে হাত দিচ্ছে বার্সেলোনা

স্টেডিয়াম সংস্কারে হাত দিচ্ছে বার্সেলোনা

গাভির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ জাভি

গাভির প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ জাভি