আবারও ইনজুরিতে আনসু ফাতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২১ জানুয়ারি ২০২২
আবারও ইনজুরিতে আনসু ফাতি

বাজে সময় কিছুতেই পিছু ছাড়ছে না স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। আর্থিক সমস্যা, মাঠের পারফর্ম্যান্সের দুর্দশা আর একের পর এক খেলোয়াড় ছিটকে যাওয়ার সমস্যা চারদিক থেকে ঘিরে ধরেছে কাতালানদের। সবচেয়ে বেশি ভোগাচ্ছে খেলোয়াড়দের ইনজুরি। এবার চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেলেন তরুণ তুর্কি আনসু ফাতি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) কোপা দেল রে’র শেষ ষোলোতে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। তাতে ৩-২ গোলের হারের তিক্ত স্বাদের সাথে পেতে হয়েছে ফাতির ইনজুরির খবরও। ম্যাচে উরুর পেশিতে টান পান ফাতি।

পুর্বে ঠিক একই চোটের কারণে দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল এই স্প্যানিশ ফরোয়ার্ডকে। এরপর যোগ হলো করোনা। সব ঝামেলা কাটিয়ে স্প্যানিশ সুপার কোপা দিয়ে পুনরায় মাঠে ফিরলেও ফেরাটা সুখকর হলো না বার্সেলোনার নতুন ‘নাম্বার টেন’ এর জন্য।

ইনজুরি থেকে ফেরার পর তাকে রয়েসয়ে সাবধানে খেলাচ্ছিলেন কোচ জাভি। বিলবাওয়ের বিপক্ষেও মাঠে নামেন ম্যাচের ৬১তম মিনিটে। খেলেছিলেন ভালোই তবে ম্যাচের অতিরিক্ত সময়েই বিপত্তিটা বাধিয়ে বসেন ১৯ বছর বয়সী এই তারকা।

এই ইনজুরির ফলে দেড় মাসেরও বেশি সময় সবার মাঠের বাইরে থাকতে হবে এই ফরোয়ার্ডকে। এক বিবৃতিতে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়, এবার উরুর ‘ফেমোরাল বাইসেপ’ নামক চোটে পড়েছেন ফাতি। যার জন্য চার থেকে ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে ফাতিকে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোপা দেল রে’তে বার্সেলোনার হার, শেষ আটে রিয়াল

কোপা দেল রে’তে বার্সেলোনার হার, শেষ আটে রিয়াল

ডেম্বেলে নিয়ে মধুর বিড়ম্বনা, চুক্তি নবায়নে বার্সেলোনার চাপ

ডেম্বেলে নিয়ে মধুর বিড়ম্বনা, চুক্তি নবায়নে বার্সেলোনার চাপ

বার্সেলোনার সাথে নতুন চুক্তি করেই অস্ত্রোপাচারের টেবিলে উমতিতি

বার্সেলোনার সাথে নতুন চুক্তি করেই অস্ত্রোপাচারের টেবিলে উমতিতি

মেসিকে টপকে ফিফার বর্ষসেরা লেভানডোভস্কি

মেসিকে টপকে ফিফার বর্ষসেরা লেভানডোভস্কি