কৌতিনহোকে কম দামে পেতে চায় অ্যাস্টন ভিলা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২
কৌতিনহোকে কম দামে পেতে চায় অ্যাস্টন ভিলা

বার্সেলোনার হয়ে সবসময়ই উপেক্ষিত ছিলেন ব্রাজিলিয়ান তারকা কৌতিনহো। এ কারণেই বার্সেলোনা ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলায় লোনে এসেছেন এই ব্রাজিলিয়ান ফুটবলার। এখানে এসেই ফিরে পেয়েছেন নিজের পুরোনো ছন্দ। তাকে অ্যাস্টন ভিলাতেই রেখে দিতে ইচ্ছুক অ্যাস্টন ভিলা। তবে বাই আউট ক্লজের পুরোটা দিতে নারাজ এই ইংলিশ ক্লাবটি।

চলতি ২০২১-২২ মৌসুমের শীতকালীন দল-বদলে লোনে বার্সেলোনা ছেড়েছেন কৌতিনহো। অ্যাস্টন ভিলায় এসে নিজেকে আবারও চেনাচ্ছেন তিনি। আর এতে মুগ্ধ হয়েই তাকে পাকাপাকিভাবে দলে নিতে চান অ্যাস্টন ভিলা কোচ স্টিভেন জেরার্ড। এ কারণে বার্সেলোনার কাছে কিছুটা মূলছাড়ও আশা করছে ক্লাবটি।

কৌতিনহোকে ধারে নিয়ে পাঠিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছে না বার্সেলোনা। কৌতিনহোর বেতনের ৬৫ শতাংশ দিচ্ছে অ্যাস্টন ভিলা। আর বাকি ৩৫ শতাংশ বার্সেলোনার দেওয়ার কথা ছিল। তবে নিজ ইচ্ছায় ওই ৩৫ শতাংশ বেতন কমিয়ে ফেলেছেন কৌতিনহো।

চলতি মৌসুম শেষে অ্যাস্টন ভিলার সামনে সুযোগ আছে কৌতিনহোকে দলে ভেড়ানোর। এর জন্য ইংলিশ ক্লাবটিকে খরচ করতে হবে প্রায় ৪০০ কোটি টাকা। তবে এতো টাকা খরচ করতে রাজি নয় অ্যাস্টন ভিলা। তারা চাচ্ছে আরও কমে কৌতিনহোকে দলে ভেড়াতে। বিষয়টি জানিয়েছে ইউরোপের বিভিন্ন গণমাধ্যম।

sportsmail24
বার্সেলোনা ছেড়ে অ্যাস্টন ভিলায় এসে ফর্মের তুঙ্গে কৌটিনহো

শেষ পর্যন্ত দুই ক্লাবের মধ্যে কথা পাকাপাকি না হলে কৌতিনহোকে ফিরতে হবে বার্সেলোনায়। তবে সেখানে তিনি ফিরতে চাবেন কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বরং বার্সেলোনা চাইবে পুরো অর্থ দিয়ে অন্য কোনো ক্লাব কৌতিনহোকে নিক। এতে আর্থিকভাবে বেশ লাভবান হবে কাতালান ক্লাবটি।

বার্সেলোনার হয়ে চলতি মৌসুমের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে খেলেছেন কৌতিনহো। তখন বার্সেলোনার হয়ে গোল করেছেন মাত্র দুটো। জানুয়ারির দলবদলে ইংলিশ লিগে ফিরতেই যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে তার মাঝে। অ্যাস্টন ভিলায় খেলেছেন মাত্র তিন ম্যাচ, তাতেই দুটো গোল করে ফেলেছেন তিনি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটো।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিনামূল্যে আর্সেনাল থেকে বার্সেলোনায় আবেমেয়াং

বিনামূল্যে আর্সেনাল থেকে বার্সেলোনায় আবেমেয়াং

বিড়ালকে লাথি মেরে জরিমানার কবলে জুমা, হারালেন স্পনসরও

বিড়ালকে লাথি মেরে জরিমানার কবলে জুমা, হারালেন স্পনসরও

ডিনারে আমন্ত্রণ না পাওয়ায় খেলোয়াড়দের জরিমানা করবেন গার্দিওয়ালা!

ডিনারে আমন্ত্রণ না পাওয়ায় খেলোয়াড়দের জরিমানা করবেন গার্দিওয়ালা!

ম্যানসিটিতে আর্জেন্টাইন তরুণ হুলিয়ান আলভারেস

ম্যানসিটিতে আর্জেন্টাইন তরুণ হুলিয়ান আলভারেস