পিএসজিতেই থাকতে এমবাপের উপর চাপ বাড়ছে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০১ মার্চ ২০২২
পিএসজিতেই থাকতে এমবাপের উপর চাপ বাড়ছে

ফরাসি তারকা কিলিয়ান এমবাপে পিএসজিতে থাকবেন কিনা এ নিয়ে চারদিকে তৈরি হয়েছে আলোচনার ধুম্রজাল। সেই জাল থেকে বের হতে পারছেন না কেউই। নিজেদের সেরা তারকাকে ধরে রাখতে যা কিছু প্রয়োজন সবই করছে পিএসজি। বাদ যাননি প্যারিসের মেয়রও। এমবাপের উপর চাপ ক্রমেই বেড়ে চলছে।

চলতি মৌসুম শেষ হওয়ার পরই গ্রীষ্ম মৌসুমে ক্লাবের সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর কি হবে সেটা কেউ জানে না। তবে তাকে রাখতে পিএসজির মালিক এবং ভক্তরা একজোট হয়েছেন।

পিএসজির স্টেডিয়াম পার্ক দেস প্রিন্সেসের অটিউইল স্ট্যান্ডে একটি ব্যানার নিয়ে ভক্তরা এমবাপ্পের প্রতি তাদের সমর্থন দেখিয়েছেন। অনুরোধ করেছেন পিএসজিতে থাকতে। ব্যানারে লেখা ছিল, ‘বন্ডি থেকে প্যারিস - কিলিয়ান, আপনার গল্প এখানে (প্যারিসে) লেখা হয়েছে।’

ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা বাড়তে থাকলেও এমবাপে সেদিকে কান দিচ্ছেন না। নিজের কাজটা করে যাচ্ছেন ফরাসি তারকা। রিয়াল মাদ্রিদের সাথে তাদের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের ম্যাচে বিজয়ী গোলটাও আসে তার পা থেকে। লিগ ওয়ানে সর্বশেষ দুইবার জালে জড়িয়েছেন বল।

তবে এমবাপ্পে থাকবেন বলেই ফরাসি মিডিয়ার বিশ্বাস। পিএসজির সর্বকালের সেরা গোল স্কোরারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। পিএসজির হয়ে এডিনসন কাভানির ২০০ গোলের রেকর্ড ভাঙতে এমবাপ্পের আর ৪৪ গোল দরকার। তাই ইতিহাস গড়তে হলেও পিএসজিতেই থাকবেন বলেই সবার বিশ্বাস।

গোলের রেকর্ড নিয়ে এমবাপে বলেন, ‘আমি ইব্রাহিমোভিচের সমান গোল করেছি। যদি কোন বড় সমস্যা না হয়, আমি তাকে ছাড়িয়ে যাব। কাভানির রেকর্ডটি রয়ে গেছে। আমরা দেখব এটি কীভাবে ভাঙ্গে। আপনি পিএসজির ইতিহাসে সর্বোচ্চ স্কোরার হওয়ার সম্ভাবনাকে উপেক্ষা করতে পারবেন না।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি-এমবাপে যুগলবন্দীতে পিএসজির জয়

মেসি-এমবাপে যুগলবন্দীতে পিএসজির জয়

এমবাপেকে পিএসজিতেই থাকার 'অনুরোধ' প্যারিস মেয়রের

এমবাপেকে পিএসজিতেই থাকার 'অনুরোধ' প্যারিস মেয়রের

এমবাপেকে বিশ্বের ‘সর্বোচ্চ দামী’ ফুটবলার বানানোর প্রস্তাব পিএসজির!

এমবাপেকে বিশ্বের ‘সর্বোচ্চ দামী’ ফুটবলার বানানোর প্রস্তাব পিএসজির!

এমবাপেকে রিয়ালে যেতে বললেন ইব্রাহিমোভিচ

এমবাপেকে রিয়ালে যেতে বললেন ইব্রাহিমোভিচ