বিশ্বকাপ বাছাইপর্বে থাকছেন না রুবেন দিয়াজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৫ মার্চ ২০২২
বিশ্বকাপ বাছাইপর্বে থাকছেন না রুবেন দিয়াজ

পর্তুগালের হয়ে কাতার বিশ্বকাপ ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে ডিফেন্ডার রুবেন দিয়াজকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এমনটাই জানিয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা।

মঙ্গলবার (১ মার্চ) এফএ কাপের ম্যাচে পিটারবুর্গের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। এ ম্যাচের প্রথমার্ধেই ইনজুরিতে পড়েন এই ডিফেন্ডার। ধারণা করা হচ্ছে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি।

রোববার (৬ মার্চ) ঘরের ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হবে ম্যানসিটি এবং ম্যানইউ। এ ম্যাচে রুবেন দিয়াজকে পাচ্ছেন না কোচ পেপ গার্দিওয়ালা। তার অনুপস্থিতিতে সিটিজেনদের রক্ষণভাগে বড় ধাক্কা হয়েই এসেছে।

এ বিষয়ে পেপ গার্দিওয়ালা বলেন, ‘আমাদের তাকে দরকার। তবে আমরা তাকে পাচ্ছি না। আমাদের তাকে দরকার ছিল।’

তিনি আরও জানিয়েছে, প্রায় ছয় সপ্তাহের জন্য দিয়াজকে মাঠের বাইরে থাকতে হবে। এ কারণে তাকে লিভারপুলের বিপক্ষে ম্যাচেও পাওয়া যাবে না।

শুধু ম্যানচেস্টার সিটি নয়, আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে পর্তুগালের হয়েও মাঠে নামতে পারবেন না রুবেন দিয়াজ। চলতি বছরের ২৪ মার্চ তুরস্কের বিপক্ষে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফে মাঠে নামবে পর্তুগাল। এ ম্যাচ জিতলে ২৯ মার্চ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে থাকবে ইতালি। তুরস্কের বিপক্ষে পর্তুগালের মাঠে নামার দিনেই ইতালির প্রতিপক্ষ উত্তর মেসিডোনিয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]

 


শেয়ার করুন :


আরও পড়ুন

ফর্ম নিয়ে খুব খুশি : সমালোচকদের পাল্টা জবাব রোনালদোর

ফর্ম নিয়ে খুব খুশি : সমালোচকদের পাল্টা জবাব রোনালদোর

ফিফার বিশেষ সম্মাননা পেলেন রোনালদো

ফিফার বিশেষ সম্মাননা পেলেন রোনালদো

৪২ বছর বয়সেও খেলে যেতে চান রোনালদো

৪২ বছর বয়সেও খেলে যেতে চান রোনালদো

প্লে-অফে রোনালদোর পর্তুগালের সামনে ইউরোজয়ী ইতালি

প্লে-অফে রোনালদোর পর্তুগালের সামনে ইউরোজয়ী ইতালি