যুদ্ধে বন্ধ হলো ইউক্রেনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০৮ মার্চ ২০২২
যুদ্ধে বন্ধ হলো ইউক্রেনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ

ইউক্রেন জুড়ে রাশিয়ান আগ্রাসন চলতে থাকায় বন্ধ করা হয়েছে দেশটির সব ফুটবল লিগ। এ কারণেই জাতীয় দলের বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ ম্যাচ বাতিলের অনুরোধ করেছিল ইউক্রেন ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত তাদের কথা রেখেছে ফিফা, স্থগিত করা হয়েছে ইউক্রেন-স্কটল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।

চলতি বছরের ২৪ মার্চ কাতার বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাই পর্বে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল ইউক্রেনের। তবে ইউক্রেনজুড়ে চলা রাশিয়ান আগ্রাসনের কারণে দল গঠন করা কঠিন হবে, এটা জানিয়ে ফিফাকে ম্যাচ স্থগিতের অনুরোধ জানিয়েছিল। 

ফিফা জানিয়েছিল উয়েফা এবং স্কটল্যান্ডের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ পর্যন্ত ইউক্রেনের কথাই রেখেছে ফিফা। স্থগিত করা হয়েছে ম্যাচ।

শুধু এই ম্যাচ নয়, একই গ্রুপে থাকা ওয়েলস এবং অস্ট্রিয়ার মধ্যকার প্লে-অফ সেমিফাইনালও ম্যাচও পিছিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্চের ফিফা উইন্ডোতে এই দুইম্যাচ আয়োজন করা না হলে কবে নাগাদ আয়োজন করা হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ফিফা। ধারণা করা হচ্ছে চলতি বছরের জুনে ফিফা উইন্ডোতে অনুষ্ঠিত হবে এই দুই ম্যাচ।

এদিকে চলতি বছরের ১ এপ্রিল কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র। এর আগেই বিশ্বকাপের সবগুলো দল চূড়ান্ত না হওয়ায় মূলত এই ম্যাচ পিছিয়ে দিতে সম্মত হয়েছে ফিফা। 

চলতি বছরের ২১ নভেম্বর থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ফুটবল বিশ্বকাপ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিতের অনুরোধ ইউক্রেনের

কাতার বিশ্বকাপ বাছাই পর্ব স্থগিতের অনুরোধ ইউক্রেনের

রাশিয়ার পর ফুটবলে ‘ঘরের মাঠে’ নিষিদ্ধ হলো বেলারুশ

রাশিয়ার পর ফুটবলে ‘ঘরের মাঠে’ নিষিদ্ধ হলো বেলারুশ

ফিফা-উয়েফার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে রাশিয়ার আপিল 

ফিফা-উয়েফার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রীড়া আদালতে রাশিয়ার আপিল 

চেলসি ‘বিক্রি’ করে দিচ্ছেন রোমান আব্রাহামোভিচ

চেলসি ‘বিক্রি’ করে দিচ্ছেন রোমান আব্রাহামোভিচ