বাছাইপর্ব ব্যর্থতার পরও মানচিনিকেই চায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২৬ মার্চ ২০২২
বাছাইপর্ব ব্যর্থতার পরও মানচিনিকেই চায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন

বাছাই পর্ব থেকে বাদ পড়ে কাতার বিশ্বকাপ খেলার স্বপ্ন ধুলিসাৎ হয়েছে ইতালির। এরপর থেকেই গুঞ্জন উঠেছে হয়তো ইতালির কোচের দায়িত্ব ছেড়ে দিবেন রবার্তো মানচিনি। এ গুঞ্জনের মধ্যেই ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা জানিয়েছেন, মানচিনিকেই ইতালির দায়িত্বে রাখতে চান তারা।

বিশ্বকাপের টানা দুই আসরে নিজেদের নাম লেখাতে ব্যর্থ হয়েছে ২০০৬ বিশ্বকাপজয়ীরা। বাছাই পর্বের প্লে অফে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে বিশ্বকাপ খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে ইতালির। 

এরপরেই ইতালিতে রবার্তো মানচিনির ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সে শঙ্কাকে দূরে ঠেলে দিয়েছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি। 

তিনি বলেন, ‘আমি আশাবাদী মানচিনি আমাদের সাথে থাকবেন। সে আমাদের সাথে কাজ করতে চুক্তিবদ্ধ। আমি আশা করি, সে অন্য ইতালিয়ানদের মতো ব্যর্থতা ভুলে সামনের দিকে এগিয়ে যাবেন।’

২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলতে না পারার ব্যর্থতার পর ইতালির দায়িত্ব নেন রবার্তো মানচিনি। তার অধীনে দারুণ ফুটবলও উপহার দিয়েছিল দলটি। এমনকি ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাও নিজেদের করে নিয়েছিল। এতসব অর্জনের পরও বিশ্বকাপের মঞ্চে দলকে নিয়ে যেতে পারেননি মানচিনি।

নর্থ মেসিডোনিয়ার কাছে হারের পর রবার্তো  মানচিনি জানিয়েছিলেন, এখনও নিজের ভবিষ্যত নিয়ে  জানানোর সময় হয়নি। তবে ইঙ্গিত দিয়েছিলেন হয়তো জাতীয় দলের দায়িত্ব ছাড়তে পারেন।

ইউরোপ সেরা হওয়ার পরও বিশ্বকাপ জায়গা করে নিতে না পারার ব্যর্থতায় হতাশ হলেও দল নিয়ে আরও কাজ করতে চান ইতালিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি গ্রাভিনা।

তিনি বলেন, ‘আমরা সর্বশেষ গ্রীষ্মে যথেষ্ট সম্মান পেয়েছে। এখন আমাদের সমালোচনা সহ্য করতে হবে। এখন আমার উচিত জাতীয় দলকে সমর্থন দেওয়া।’

এ সময়ে ফুটবলাররা যাতে ভেঙে না পড়েন সেই দিকেও নজর দিচ্ছেন গ্রাভিনা। বলেন, ‘সমালোচনা শুনতেই হবে। তবে ফুটবলাররা যেন ভেঙে না পড়েন সেইদিকেও নজর রাখাটা জরুরি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

টানা দ্বিতীয়বার বিশ্বকাপে নেই ইতালি

টানা দ্বিতীয়বার বিশ্বকাপে নেই ইতালি

অবহেলিত হওয়ার ‘ভয়ে’ বার্সেলোনায় যাননি বুফন

অবহেলিত হওয়ার ‘ভয়ে’ বার্সেলোনায় যাননি বুফন

তিন বছর পর ইতালির প্রাথমিক দলে মারিও বালোতেল্লি

তিন বছর পর ইতালির প্রাথমিক দলে মারিও বালোতেল্লি

ইউরোপের বর্ষসেরা ফুটবলার জর্জিনহো

ইউরোপের বর্ষসেরা ফুটবলার জর্জিনহো