মেসি বার্সেলোনায় গেলেই আর্মব্যান্ড পড়িয়ে দিবেন বুস্কেটস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৩ এএম, ৩১ মার্চ ২০২২
মেসি বার্সেলোনায় গেলেই আর্মব্যান্ড পড়িয়ে দিবেন বুস্কেটস

চারদিকে জোর গুঞ্জন চলছে আবারও বার্সেলোনায় ফিরে যেতে পারেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। যদি তাই হয়, তবে মেসিকে স্বাগত জানাতে প্রস্তুত দীর্ঘদিনের সতীর্থ এবং বার্সেলোনা অধিনায়ক সার্জিও বুস্কেটস। শুধু তাই নয়, সম্মান জানিয়ে অধিনায়কের আর্মব্যান্ডটা তুলে দিবেন ক্ষুদে জাদুকরের হাতে।

গত গ্রীষ্মে নিয়মের প্যাঁচে পড়ে দীর্ঘদিনের ক্লাব ছেড়ে যেতে বাধ্য করা হয়েছিল মেসিকে। অর্ধেক বেতন নিয়ে বার্সায় খেলে যাওয়ার চেষ্টা করলেও মেসিকে সেটাও দেয়ার সামর্থ ছিল না বার্সার। শেষমেশ তাকে যোগ দিতে হয়েছিল ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)।

মেসিকে এখনো মিস করেন জানিয়ে বুস্কেটস বলেন, ‘অবশ্যই আমি তাকে মাঠে এবং মাঠের বাইরে মিস করি। তিনি আমাদের যা দিয়েছেন, যা করেছেন, তা অন্য কেউ করেননি। তিনি একটি বিশাল পার্থক্য গড়ে দিয়েছেন। এত বছর পরেও তাকে মিস করা স্বাভাবিক। আমি নিশ্চিত সেও আমাকে মিস করে।’

মেসির চলে যাওয়া বার্সার জন্য বড় ধাক্কা বলেই মনে করেন বুস্কেটস। তিনি বলেন, ‘প্রথমে এটা মেনে নেয়া কঠিন ছিল। এটা আমাদের জন্য একটা ধাক্কা ছিল। আমরা এখনও এখানেই আছি, কিন্তু তার দিক থেকে কল্পনা করুন। বদলে যাওয়া শহর, দলবল এবং বদলে যাওয়া জীবনধরন।’

মেসিকে আবারও বার্সায় চান স্প্যানিশ মিডফিল্ডার। বুস্কেটস বলেন, ‘আপনি না জিতলে খুশি হবে না, এটা স্বাভাবিক। আমি তাকে শুভকামনা জানাই। আমি চাই লিও ফিরে আসুক। আমি জানি ফিরে আসাটা খুব কঠিন। তার একটা চুক্তি আছে, সে যে কিভাবে চলে গেল!’

সাবেক সতীর্থ আবার ফিরে আসলেই তাকে অধিনায়কের আর্মব্যান্ডটা পড়িয়ে দিবেন বলে জানালেন বার্সা অধিনায়ক। বুস্কেটস বলেন,

‘যদি জাভি হার্নান্দেজ বলে মেসির জন্য বার্সার দরজা খোলা আছে। আমি তাকে আর্মব্যান্ডটা দিয়ে দিবো। তিনি সবসময় প্রশংসা এবং সম্মানের যোগ্য।’

নতুন কোচ ও সাবেক সতীর্থ জাভির কথা বলতে গিয়ে প্রশংসা ঝরলো বুস্কেটসের কন্ঠে। তিনি বলেন, ‘তিনি আমাদের আত্মবিশ্বাস দিয়েছেন। প্রথম কয়েকদিন কঠোর পরিশ্রম করেছেন। এটা সহজ ছিল না। অনেক কাজ, প্রশিক্ষণ ও ভিডিও দেখে উন্নতি করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত সে সফল হয়েছে।’

বর্তমানে জাভির অধীনে বার্সেলোনা দুর্দান্ত গতিতে ছুটে চলছে। লা লিগায় কিছুটা পিছিয়ে পড়লেও ইউরোপা লিগে নিজের লক্ষ্যে রয়েছে তারা। সম্প্রতি এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলের উড়িয়ে দিয়েছে কাতালানরা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সোলোনায় ব্রাজিলিয়ান নারী ফুটবলার ‘যৌন হয়রানি’র শিকার!

বার্সোলোনায় ব্রাজিলিয়ান নারী ফুটবলার ‘যৌন হয়রানি’র শিকার!

রাফিনহাকে দলে ভেড়াতে তাড়া নেই বার্সার

রাফিনহাকে দলে ভেড়াতে তাড়া নেই বার্সার

পিএসজিতে মেসির ভবিষ্যৎ নিয়ে ‘শঙ্কিত’ মারিও কেম্পেস

পিএসজিতে মেসির ভবিষ্যৎ নিয়ে ‘শঙ্কিত’ মারিও কেম্পেস

মেসিদের বর্তমানটাই উপভোগ করতে বললেন স্কালোনি

মেসিদের বর্তমানটাই উপভোগ করতে বললেন স্কালোনি