কাতার বিশ্বকাপে রোনালদোর সামনে ইতিহাস গড়ার সুযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ এএম, ৩১ মার্চ ২০২২
কাতার বিশ্বকাপে রোনালদোর সামনে ইতিহাস গড়ার সুযোগ

অনেক কঠিন লড়াই শেষে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল । বাঁচা-মরার লড়াইয়ে নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে কাতারের টিকিট পায় তারা। তাতে এবারের বিশ্বকাপে ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

রোনালদো প্রথম ফুটবল বিশ্বকাপে অংশগ্রহন করেন ২০০৬ সালে। জার্মানিতে অনুষ্ঠিত হওয়া সেই আসরে লুইস ফিগো, ডেকো এবং রিকার্ডো কারভালহোর মতো খেলোয়াড়দের নিয়ে গড়া পর্তুগাল ফ্রান্সের কাছে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়ে যায়।

জার্মানির সেই আসরে ইরানের বিরুদ্ধে পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন রোনালদো। এরপর থেকে অংশগ্রহণ করা বিশ্বকাপের প্রতিটি আসরেই কমপক্ষে একটি করে গোল করেছেন রোনালদো। রোনালদোর অংশগ্রহণ করা বিশ্বকাপের সংখ্যা চার।

এই তালিকায় এতোদিন রোনালদোর পাশে ছিলেন তিন কিংবদন্তি খেলোয়াড় ব্রাজিলের পেলে, জার্মানির উয়ে সিলার এবং মিরোস্লাভ ক্লোসা। এই তিনজন চারটি আলাদা বিশ্বকাপে গোল করেছিলেন। কাতার বিশ্বকাপে গোল করলেই তাদেরকে ছাড়িয়ে যাবেন রোনালদো।

রোনালদো এখন আরও পরিনত, আরও ধারালো। সুতরাং বলাই যায়, এবারের আসরে ইতিহাস তৈরি করতে পারেন পর্তুগিজ যুবরাজ। ফুটবল বিশ্বকাপের পাঁচটি আসরেই গোল করা প্রথম পুরুষ খেলোয়াড় হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

বিশ্বকাপে আরও দুটি রেকর্ড গড়তে পারেন রোনালদো। বিশ্বকাপে একজন খেলোয়াড়ের প্রথম এবং শেষ গোলের মধ্যে সবচেয়ে দীর্ঘতম ব্যবধান ১২ বছর। কাতারে গোল করতে পারলে এই রেকর্ড ভেঙ্গে ফেলবেন রোনালদো। ব্যবধান হবে চার বছর।

আরেকটা রেকর্ডের সামনেও দাঁড়িয়ে রোনালদো। একই রেকর্ডের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসিও। কাতার বিশ্বকাপে খেলতে নামলেই সবচেয়ে সবচেয়ে বেশি সময় ধরে বিশ্বকাপে অংশগ্রহণ করা খেলোয়াড়দের তালিকায় নাম লেখাবেন তিনি।

এই তালিকায় আছেন মাত্র তিনজন। মেক্সিকোর গোলরক্ষক আন্তোনিও কারবাজাল, জার্মানি কিংবদন্তি লোথার ম্যাথাউস, মেক্সিকোর রাফায়েল মার্কেজ। এরা সবাই ১৬ বছরের ব্যবধানে পাঁচটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো পর্তুগাল

অবশেষে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো পর্তুগাল

বিশ্বকাপের পথে পর্তুগালকে আটকাতে বড় অংকের পুরস্কার ঘোষণা

বিশ্বকাপের পথে পর্তুগালকে আটকাতে বড় অংকের পুরস্কার ঘোষণা

পেশাদার ফুটবলে ‘সর্বোচ্চ’ গোলের মালিক রোনালদো

পেশাদার ফুটবলে ‘সর্বোচ্চ’ গোলের মালিক রোনালদো

ব্যালন ডি'অরে নতুন নিয়ম, ভোট দিতে পারবে না বাংলাদেশ

ব্যালন ডি'অরে নতুন নিয়ম, ভোট দিতে পারবে না বাংলাদেশ