নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের জার্সি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৬ এপ্রিল ২০২২
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের জার্সি

সর্বশেষ ১৯৮৬ সালে নিজেদের ঘরে বিশ্বকাপ তুলেছে আর্জেন্টিনা। সেই বিশ্বকাপের ফাইনালে উঠার পথে কোয়ার্টার ফাইনালে এক বিতর্কিত গোল করেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। গোলটি পরিচিত পায় ‘হ্যান্ড অব গড’ নামে। যেই জার্সি পড়ে গোলটি করেছিলেন, সেটাই এবার নিলামে উঠতে যাচ্ছে।

ফুটবলের ইতিহাসে ম্যারাডোনার হাত দিয়ে করা গোলটিকে বলা হয় ‘হ্যান্ড অব গড’। ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ওই গোল করেছিলেন ম্যারাডোনা।

ফকল্যান্ড যুদ্ধের কারণে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যকার এই ম্যাচটি তৈরি করেছিল আলাদা উত্তেজনা। এই ম্যাচে ম্যারাডোনার দুই দারুণ গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা।

যে জার্সি পড়ে ম্যারাডোনা তার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব সেঞ্চুরি’ করেছিলেন, সেই জার্সি নিলামে উঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিলামে উঠিয়েছে সোথেবি নামে একটি প্রতিষ্ঠান।

জানানো হয়েছে, চলতি বছরের ২০ এপ্রিল থেকে অনলাইনে নিলাম শুরু হবে। চলতি বছরের ৪ মে পর্যন্ত এই নিলাম অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যেই আগ্রহী ব্যক্তিদের দাম জানাতে হবে। 

নিলামকারী প্রতিষ্ঠানের ধারণা, ম্যারাডোনার এই জার্সি বিক্রি করে ৫ দশমিক ২ মিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে। এর আগে আধুনিক অলিম্পিকের ম্যানিফেস্টো সর্বোচ্চ ৮ দশমিক ২ মিলিয়ন ডলারে বিক্রি করা হয়েছিল। এখন পর্যন্ত এটাই ক্রীড়া ইতিহাসে সবচেয়ে দামি পণ্য।

নিলাম চলাকালীন ম্যারাডোনার এই জার্সি প্রদর্শনের জন্য রাখা হবে। সোথেবির লন্ডন আউটলেটে দেখা যাবে এই জার্সি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে আর্জেন্টিনার কঠিন প্রতিপক্ষ হবে মেক্সিকো : স্ক্যালোনি

বিশ্বকাপে আর্জেন্টিনার কঠিন প্রতিপক্ষ হবে মেক্সিকো : স্ক্যালোনি

কাতার বিশ্বকাপ: ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা, ‘জি’ গ্রুপে ব্রাজিল

কাতার বিশ্বকাপ: ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা, ‘জি’ গ্রুপে ব্রাজিল

‘অবসর’ ভাবনায় লিওনেল মেসি

‘অবসর’ ভাবনায় লিওনেল মেসি

আর্জেন্টিনার মাটিতে ‘শেষ ম্যাচ’ খেলেছেন ডি মারিয়া!

আর্জেন্টিনার মাটিতে ‘শেষ ম্যাচ’ খেলেছেন ডি মারিয়া!