কাতার বিশ্বকাপের ম্যাচ ‘১শ’ মিনিট’ করতে চায় ফিফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৫ পিএম, ০৬ এপ্রিল ২০২২
কাতার বিশ্বকাপের ম্যাচ ‘১শ’ মিনিট’ করতে চায় ফিফা

বেশ কিছুদিন আগেই ফুটবল বিশ্ব সরগরম ছিল দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন নিয়ে। সেই প্রস্তাব পাস না হলেও নতুন একটি ধারণা নিয়ে এসেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রস্তাব করেছে কাতার বিশ্বকাপে প্রত্যেক ম্যাচ হবে ১০০ মিনিট করে।

ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চান ফুটবল ম্যাচ খেলা হোক ১০০ মিনিট করে। এই বিষয়ে একটি প্রস্তাব তিনি আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডে পাঠিয়েছেন। তবে এখনও এটা চূড়ান্ত হবে কিনা তা জানানো হয়নি।

ফুটবলের কোনো নিয়ম পরিবর্তনের একমাত্র অধিকার শুধু আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশনের। সেখানে অনুমোদন পেলে তবেই নিয়মের পরিবর্তন করা সম্ভব হবে। তবে এখনও এই বিষয়ে নতুন কিছু জানা যায়।

বিশ্বজুড়ে ফুটবলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রাগবি। এখানে দুই অর্ধে ৫০ মিনিট করে মোট ১০০ মিনিট খেলা হয়। এবার ফুটবলেও সেই নিয়ম চালু করতে আগ্রহ প্রকাশ করেছেন ফিফা সভাপতি ইনফান্তিনো।

ফুটবলের নিয়ম পরিবর্তনে ইনফান্তিনোর আগ্রহ এই প্রথম না। এর আগে বিশ্বকাপে দল সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেছিলেন তিনি। সেই প্রস্তাব অবশ্য পাস হয়েছে। এ কারণে ২০২৬ বিশ্বকাপ থেকে দেখা যাবে ৪৮ দলের লড়াই।

এছাড়াও দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন ইনফান্তিনো। তবে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং ল্যাটিন আমেরিকা অঞ্চলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের বিরোধিতার কারণে তা আর চালু করতে পারেননি ইনফান্তিনো। এই দুই কনফেডারেশন বিরোধিতা করলেও বাকি কনফেডারেশনগুলো ফিফার পক্ষেই ভোট দিয়েছিল। তবে শেষ পর্যন্ত দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে ফিফাকে।

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। ইতিমধ্যেই এই বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করে ফেলেছে ফিফা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের জার্সি

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের জার্সি

ফিফার বিরুদ্ধে করা আপিল প্রত্যাহার করলো রাশিয়া

ফিফার বিরুদ্ধে করা আপিল প্রত্যাহার করলো রাশিয়া

কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

কাতার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

কাতার বিশ্বকাপ: গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ

কাতার বিশ্বকাপ: গ্রুপ পর্বে কে কার প্রতিপক্ষ