অপহরণ করে হলেও দেম্বেলেকে বার্সেলোনায় রাখবো: ফেরান তোরেস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৫ এএম, ০৭ এপ্রিল ২০২২
অপহরণ করে হলেও দেম্বেলেকে বার্সেলোনায় রাখবো: ফেরান তোরেস

চলতি মৌসুমে শেষেই বার্সেলোনার সঙ্গে ফরাসি তারকা উসমান দেম্বেলের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর তিনি বার্সেলোনায় থাকবেন নাকি অন্য কোথাও যাবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি। তবে ফরাসি তারকাকে বার্সেলোনাতেই দেখতে চান সতীর্থরা। এবার ফেরান তোরেস বলেই দিলেন, অপহরণ করে হলেও তিনি দেম্বেলেকে বার্সেলোনায় রাখতে চান।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এইন্ট্রাচ্ট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে বার্সেলোনা। ফ্রাঙ্কফুর্ট স্টেডিয়ামে ম্যাচের আগে অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তোরেস। শুধুমাত্র নিজের ব্যাপারে নয়, তার সতীর্থদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্নে করা হয় তাকে।

তাকে সতীর্থ উসমানে দেম্বেলের সম্ভাব্য চুক্তি নবায়ন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে তোরেস জানিয়েছেন, তিনি দেম্বেলেকে বার্সেলোনাতেই দেখতে চান।

এই স্প্যানিয়ার্ড বলেন, ‘আমি তাকে (দেম্বেলে) বার্সেলোনায় রাখার জন্য প্রয়োজনে অপহরণ করবো। এটি বিশ্বের সেরা ক্লাবগুলোর মধ্যে অন্যতম ভালো ক্লাব।’

কথাটা বেশ মজা করেই বলেছেন তোরেস। সেই সঙ্গে জানালেন, ক্যারিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত অবশ্যই দেম্বেলের হাতে। তোরেস বলেন, ‘কিন্তু এমন কিছু জিনিস আছে যা আমাদের ব্যবসা নয়। এটা তার সিদ্ধান্ত। সে যে সিদ্ধান্তই নিক না কেন, আমি তার মঙ্গল কামনা করি।’

বার্সেলোনার সাম্প্রতিক খেলাগুলোতে দেম্বেলে নিজেকে নতুনরূপে জানান দিচ্ছেন। দলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। ওইদিকে তোরেসও নির্ভরযোগ্য হয়ে উঠছেন। দলের জন্য যেকোনো কিছু করতে রাজি বলেও জানালেন তোরেস।

তোরেস বলেন, ‘আমি মনে করি শীর্ষস্থানীয় খেলোয়াড়দের গোল করতে হবে এবং অ্যাসিস্ট দিতে হবে। আমাকে অংশগ্রহণ করতে হবে। আমি একজন স্ট্রাইকারের চেয়ে বেশি একজন উইঙ্গার। আমার যদি সুযোগ থাকে আমি সেগুলো করবো। এটা আমার এবং দলের জন্য ভালো।’

সেভিলার বিপক্ষে এক জাদুকরী গোল করেছেন তরুণ তারকা পেদ্রী। তোরেসকে এই মিডফিল্ডারের অপরিমেয় প্রতিভা সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছিল। জবাবে তোরেস বলেন, ‘আমরা যারা প্রতিদিন তার সাথে প্রশিক্ষণ করি তারা মোটেই অবাক হই না।’

বার্সেলোনার লক্ষ্য ইউরোপা লিগের শিরোপা নিশ্চিত করা। সেটা আরেকবার জানালেন তোরেস। এই তারকা বলেন, ‘বার্সেলোনা এমন একটি ক্লাব যরা অবশ্যই সব প্রতিযোগিতার জন্য লড়াই করে। আগামীকাল আমরা ইউরোপা লিগের জন্য লড়াই করব। এটি অর্জনের জন্য যা যা করা সম্ভব করবো।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

নাপোলিকে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে বার্সেলোনা

নাপোলিকে হারিয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে বার্সেলোনা

নাপোলির বিপক্ষে সুযোগ মিস করে তোরেসের কান্না

নাপোলির বিপক্ষে সুযোগ মিস করে তোরেসের কান্না

ভক্তদের ৩০ হাজার ফ্রি টিকিট দিবে উয়েফা

ভক্তদের ৩০ হাজার ফ্রি টিকিট দিবে উয়েফা

নিয়ম জটিলতায় আলভেসকেই বাদ দিলো বার্সেলোনা

নিয়ম জটিলতায় আলভেসকেই বাদ দিলো বার্সেলোনা