নাপোলির বিপক্ষে সুযোগ মিস করে তোরেসের কান্না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২
নাপোলির বিপক্ষে সুযোগ মিস করে তোরেসের কান্না

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ইউরোপা লিগের ম্যাচে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে স্বাগতিক বার্সেলোনাকেই রুখে দিয়েছে ইতালির ক্লাব নাপোলি। অথচ অনায়াসে জয় তুলে নিতে পারতো কাতালানরা। সেটা হয়নি তরুণ তুর্কি ফেরান তোরেসের ভুলের জন্য। এমন ভুলের জন্য ম্যাচশেষে কান্নায় ভেঙ্গে পড়েন তোরেস।

ইউরোপা লিগের এই রাতটা সম্ভবত চিরতরে ভুলে যেতে চাইবেন তোরেস। একের পর একে গোলের সুযোগ পেয়েও হেলায় হারিয়েছেন এই তরুণ। যার জন্য ম্যাচশেষে দগ্ধ হয়েছেন আত্মগ্লানিতে।

নাপোলির বিপক্ষে মোট তিনটি সুযোগ মিস করেছেন তোরেস। প্রথম সুযোগটা পেয়েছিলেন ম্যাচের ২৮ মিনিটের মাথায়। আউবামেয়াংয়ের পাস থেকে বল পেয়ে সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন তিনি।

এই মিসের পর ম্যাচের একদম শেষ মুহূর্তে ৮৮ এবং ৯২ মিনিটে আরো দুইবার সুযোগ পান স্প্যানিশ তরুণ। কিন্তু ভাগ্য ঠিক সহায় ছিল না তার। প্রতিবারই গোলবারের উপর দিয়ে উড়ে গেছে তোরেসের নেয়া শট!

যদিও পেনাল্টি থেকে বার্সেলোনার মানরক্ষার গোলটিও এসেছে তোরেসের পা থেকেই। কিন্তু এরপরও এতোগুলো সুযোগ হাতছাড়া করার জন্যই কিনা খেলা শেষে চোখের জল ধরে রাখতে পারেননি তোরেস।

রেফারি বাঁশিতে শেষ ফুঁ দেয়ার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন তোরেস। জার্সি জড়িয়ে দুই হাত দিয়ে মুখ চেপে ধরেন। পরে ড্রেসিংরুমে যাওয়ার পথে সতীর্থ এবং প্রতিপক্ষদের খেলোয়াড়রা সান্ত্বনা দেন তাকে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

গোল মিসের মহড়ায় নাপোলির কাছে ধরা খেল বার্সেলোনা

গোল মিসের মহড়ায় নাপোলির কাছে ধরা খেল বার্সেলোনা

বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো ইউরোপা লিগে গাভি

বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো ইউরোপা লিগে গাভি

নারী সহকর্মীকে অনৈতিক বার্তা, বরখাস্ত সাবেক বার্সা তারকা

নারী সহকর্মীকে অনৈতিক বার্তা, বরখাস্ত সাবেক বার্সা তারকা

বার্সেলোনার কোচ জাভির আমন্ত্রণে স্পেনে ছুটে গেলেন মেসি

বার্সেলোনার কোচ জাভির আমন্ত্রণে স্পেনে ছুটে গেলেন মেসি