ব্রাজিলের কোচ হওয়ার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন গার্দিওয়ালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৯ এপ্রিল ২০২২
ব্রাজিলের কোচ হওয়ার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন গার্দিওয়ালা

ব্রাজিল বিশ্বকাপের পর ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিবেন বর্তমানব কোচ তিতে। তার অনুপস্থিতিতে কে হচ্ছেন নেইমারদের পরবর্তী কোচ? এমন প্রশ্নের জবাবে উত্তর এসেছিল ম্যানচেস্টার সিটির বর্তমান ম্যানেজার পেপ গার্দিওয়ালার নাম। এবার জানা গেলো, এই তথ্য স্রেফ ভুয়া। পুরো বিষয়টিকে স্রেফ ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন ম্যানসিটি বস।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল, ২০২২ কাতার বিশ্বকাপের পর জাতীয় দলের সঙ্গে আর থাকছেন না তিতে। তখন থেকেই এই নিয়ে চারদিকে চলছে নানামুখী আলোচনা। বসে ছিল না ব্রাজিল ফুটবল ফেডারেশনও। তারাও নেমে পড়েছিল তিতের উত্তরসূরীর খোঁজে।

তার জের ধরেই বৃহস্পতিবার (৭ এপ্রিল) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, তিতের স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক বার্সা কোচ। এরই মধ্যে নাকি গার্দিওয়ালার এজেন্টের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ব্রাজিল। এমনিকি ঠিক হয়ে গেছে বেতনের অঙ্কটাও!

মার্কার প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চার বছরের চুক্তি করতে রাজি হয়েছেন গার্দিওয়ালা। প্রতিবছরের জন্য গার্দিওয়ালার বেতন ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ ইউরো। এই খবর পৌছে যায় গার্দিওয়ালার কানেও।

রোববার (১০ এপ্রিল) ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে ম্যানসিটি। এই ম্যাচের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন গার্দিওয়ালা। সেখানেই ব্রাজিলের কোচ হওয়ার খবরের সত্যতা জানতে তাকে প্রশ্ন করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে পুরো বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন গার্দিওয়ালা। তিনি বলেন, ‘আমি এখানে (ম্যানসিটি) চুক্তিবদ্ধ এবং খুব ভালো আছি। এখানে আজীবন থাকার ইচ্ছা আমার। সিটির চেয়ে আর কোনো ভালো জায়গা হতে পারে না।’

সিটির সঙ্গে থাকার জন্য উল্টো চুক্তি নবায়ন করতে চেয়েছিলেন গার্দিওয়ালা। এখানেই কোচিং ক্যারিয়ার শেষ করা ইচ্ছা বলেও জানালেন তিনি। সিটিজেনদের বস বলেন, ‘আমি আরও ১০ বছরের জন্য চুক্তি নবায়ন (ম্যানসিটির সঙ্গে) করতে চেয়েছিলাম। আমি জানি না মার্কার খবর কীভাবে এসেছে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ইতিহাদে শিরোপা জয়ের দশকপূর্তিতে উন্মোচিত হবে আগুয়েরোর ভাস্কর্য

ইতিহাদে শিরোপা জয়ের দশকপূর্তিতে উন্মোচিত হবে আগুয়েরোর ভাস্কর্য

কঠিন লড়াইয়ের ম্যাচে অ্যাথলেটিকোকে হারালো ম্যানসিটি

কঠিন লড়াইয়ের ম্যাচে অ্যাথলেটিকোকে হারালো ম্যানসিটি

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে উড়িয়ে দিলো সিটি

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে উড়িয়ে দিলো সিটি

গার্দিওয়ালা বিশ্বের সেরা কোচ : অ্যান্তোনিও কন্তে

গার্দিওয়ালা বিশ্বের সেরা কোচ : অ্যান্তোনিও কন্তে