কঠিন লড়াইয়ের ম্যাচে অ্যাথলেটিকোকে হারালো ম্যানসিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩১ এএম, ০৬ এপ্রিল ২০২২
কঠিন লড়াইয়ের ম্যাচে অ্যাথলেটিকোকে হারালো ম্যানসিটি

ম্যাচে লড়াই হবে সেটা অনুমেয় ছিল কিন্ত এমন মরণপণ লড়াই হবে সেটা কেউ বোধহয় ঘূর্ণাক্ষরেও ভাবেনি। ইউরোপ সেরাদের মঞ্চে দুর্দান্ত রোমাঞ্চকর এক রাত উপহার দিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। তাতে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে (৫ এপ্রিল) সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দল তাদের চেনা কৌশলেই খেলতে থাকে। সিটি মনোযোগ দেয় আক্রমণে। আর অ্যাথলেটিকো বরাবরের মতোই রক্ষণদুর্গ মজবুত রেখে লম্বা পাসে গোলের সুযোগ খুঁজতে থাকে।

দুই দলের এই পাল্টাপাল্টি কৌশলে প্রথমার্ধে গোলের তেমন একটা সুযোগ পায়নি কোনো দলই। ম্যাচের ২২তম মিনিটে একবার আক্রমণে ওঠে আথলেটিকো। তবে প্রথমার্ধের ভালো সুযোগটা পায় ম্যানসিটিই। তবে ৪৭তম মিনিটে নেয়া শটে বল লক্ষ্য রাখতে পারেননি ডিফেন্ডার স্টেফান সাবিচ।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। এর মধ্যেই সতীর্থকে পাস দিতে গিয়ে সময়ের হেরফেরে দারুণ এক সুযোগ মিস করে বসেন অ্যান্তোনি গ্রিজম্যান। ৫৫তম মিনিটে কেভিন ডি ব্রুইনের মাটি কামড়ানো ফ্রি কিক ঠেকিয়ে তাকে গোলবঞ্চিত করেন ইয়ান ওবলাক।

অবশেষে ৭০তম মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি পায় সিটি। রিয়াদ মাহরেজের বদলি হিসেবে নেমে ম্যাচের চিত্রই বদলে দেন ফিল ফোডেন। প্রতিপক্ষের তিন জনের মধ্যে থেকে দারুণ এক পাস বাড়ান ডি ব্রুইনের দিকে। কোনাকুনি শটে অ্যাথলেটিকোর জাল কাঁপিয়ে দেন বেলজিয়ান তারকা।

এরপর শেষের দিকে দুই দল খানিক উত্তেজনা ছড়ালেও আর গোল হয়নি। ফলে ঘরের মাঠে ১-০ ব্যবধানে জয়ের সুখস্মৃতি নিয়েই মাঠ ত্যাগ করে সিটিজেনরা। তবে ফিরতি লেগে ত্যাদের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করেছে।

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিকোর ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় আগামী বুধবার (১৩ এপ্রিল) মুখোমুখি হবে দুই দল। সেদিনই নির্ধারিত হবে কোন দল পাচ্ছে সেমিফাইনালের টিকিট।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :