ফার্নান্দিনহোর ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণায় বিস্মিত গার্দিওয়ালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ পিএম, ১৩ এপ্রিল ২০২২
ফার্নান্দিনহোর ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণায় বিস্মিত গার্দিওয়ালা

ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দিনহো। চলতি মৌসুমের শেষেই সিটিজেনদের সাথে সম্পর্ক চুকিয়ে ফেলবেন এই বর্ষীয়ান তারকা। ফার্নান্দিনহোর এমন ঘোষণায় বিস্মিত হয়েছেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওয়ালা।

ম্যানসিটির তরুণদের ভীড়ে সবশেষ এক কিংবা দুই বছরে খুব বেশি মাঠে নামার সুযোগ হয়নি ফার্নান্দিনহোর। তাই আরও বেশি ম্যাচ খেলতেই নিজ দেশ ব্রাজিলের কোনো ক্লাবে যোগ দিবেন ৩৬ বছর বয়সী এই তারকা। সেখানেই শেষ করতে চান ফুটবল ক্যারিয়ার।

২০১৩ সালে ম্যানসিটিতে যোগ দেয়ার আগে শাখতার ডোনেটস্কের হয়ে টানা আট বছর মাঝমাঠ মাতিয়ে রেখেছিলেন এই মিডফিল্ডার। অন্যদিকে ম্যানসিটির হয়ে কম সাফল্য পাননি তিনি। জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ এবং ছয়টি ইএফএল কাপ।

বুধবার (১৩ এপ্রিল) ওয়ান্ডা মেট্রোপলিটানোতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে সিটি। তার আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান তারকাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বর্তমান চুক্তির মেয়াদ শেষে তিনি সিটিতে থাকবেন কিনা।।

জবাবে ফার্নান্দিনহো বলেন, ‘আমি তা মনে করি না। হ্যাঁ, আমি আরও খেলতে চাই। আমি ব্রাজিলে ফিরে যাবো। আমি আমার পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, যা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ক্লাবের কিছু লোক এটা জানে।’

ফার্নান্দিনহোর এমন খবরে সত্যিকার অর্থেই হতবাক হয়ে গিয়েছিলেন গার্দিওয়ালা। গার্দিওলা বলেন, ‘আমি এটা জানতাম না। আপনারা আমাকে খবর দিয়েছেন। মৌসুমের শেষে কী হবে তা আমরা দেখবো। আমি অনেকবার বলেছি, আমরা দেখবো কী হয়।’

ম্যানসিটি বস আরও বলেন, ‘আমি বলেছিলাম মৌসুমের শেষে আমরা কথা বলবো। সম্ভবত এটি (ফার্নান্দিনহোর সিদ্ধান্ত) একটি পারিবারিক সিদ্ধান্ত। হয়তো তিনি আরও বেশি খেলতে চান। যাই হোক, আমি তার সাথে থাকতে চাই।’

২০১৩ সালের ১ জুলাই ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেটস্ক ছেড়ে ৩২ মিলিয়ন ইউরোতে ইংল্যান্ডে পাড়ি জমান ফার্নান্দিনহো। এরপর সিটিজেনদের সাথে কাটিয়ে দিয়েছেন প্রায় এক দশক। এই সময়ে জিতেছেন প্রায় সব কিছুই। বারজিলের জার্সিতে ৫০টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

পয়েন্ট ভাগাভাগিতে শেষ হলো ম্যানসিটি-লিভারপুল মহারণ

পয়েন্ট ভাগাভাগিতে শেষ হলো ম্যানসিটি-লিভারপুল মহারণ

ব্রাজিলের কোচ হওয়ার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন গার্দিওয়ালা

ব্রাজিলের কোচ হওয়ার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন গার্দিওয়ালা

ইতিহাদে শিরোপা জয়ের দশকপূর্তিতে উন্মোচিত হবে আগুয়েরোর ভাস্কর্য

ইতিহাদে শিরোপা জয়ের দশকপূর্তিতে উন্মোচিত হবে আগুয়েরোর ভাস্কর্য

ডিনারে আমন্ত্রণ না পাওয়ায় খেলোয়াড়দের জরিমানা করবেন গার্দিওয়ালা!

ডিনারে আমন্ত্রণ না পাওয়ায় খেলোয়াড়দের জরিমানা করবেন গার্দিওয়ালা!