চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল লড়াইয়ে ‘ইংল্যান্ড-স্পেন’ 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৪ এপ্রিল ২০২২
চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল লড়াইয়ে ‘ইংল্যান্ড-স্পেন’ 

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল শেষ। নির্ধারিত হয়েছে সেমি-ফাইনালে কোন দল কার প্রতিপক্ষ। সেই সেমিফাইনাল বাধা পেরিয়ে কারা ফাইনালে উঠবে সেটাই জানার অপেক্ষা।

চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের প্রথম রাত মঙ্গলবার (১২ এপ্রিল) ছিল স্প্যানিশদের জয়জয়কার। কোয়ার্টার ফাইনালে চেলসিকে বিদায় করে দিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। আর বায়ার্ন মিউনিখকে বিদায় করে দিয়েছে ভিয়ারিয়াল।

বুধবার (১৩ এপ্রিল) রাতে পুরোটা সময় আধিপত্য দেখিয়েছে ইংলিশ ক্লাবগুলো। অ্যাথলেটিকো মাদ্রিদকে বিদায় করে সেমি-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। আর পর্তুগিজ ক্লাব বেনফিকাকে বিদায় করে সেমি-ফাইনালে পা রেখেছে লিভারপুল।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথম সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় সেমি-ফাইনালে ভিয়ারিয়ালের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব লিভারপুল।

চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের চার দলের মধ্যে দুইটি ইংলিশ ক্লাব। আর বাকি দুই ক্লাব স্পেনের। আর লাইন আপও তৈরি হয়েছে ওইভাবে, ফাইনালে উঠার পথে স্প্যানিশ ক্লাবগুলোর বাধা ইংলিশ ক্লাব।

সেমি-ফাইনালে সব ক্লাব ইংল্যান্ড এবং স্পেনের হওয়ায় নিশ্চিত করেই বলা যাচ্ছে, ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ট্রফি যাচ্ছে এই দুই দেশের কোনো একটাতে।

সেমি-ফাইনাল লাইন আপ

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি (২৭ এপ্রিল ও ৫ মে)।
লিভারপুল-ভিয়ারিয়াল (২৮ এপ্রিল ও ৪ মে)।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ড্র ম্যাচের মাঠ নিয়ে জাভির অভিযোগ

ড্র ম্যাচের মাঠ নিয়ে জাভির অভিযোগ

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নতুন আইনে উয়েফার অনুমোদন

ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নতুন আইনে উয়েফার অনুমোদন

রাশিয়াকে ফিফা-উয়েফার দেওয়া শাস্তি ক্রীড়া আদালতেও বহাল

রাশিয়াকে ফিফা-উয়েফার দেওয়া শাস্তি ক্রীড়া আদালতেও বহাল

রেফারিকে ‘শাসিয়ে’ কাঠগড়ায় পিএসজির মালিক

রেফারিকে ‘শাসিয়ে’ কাঠগড়ায় পিএসজির মালিক