ইউরোপা লিগে হেরে টিকিট নীতিতে পরিবর্তন আনছে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ পিএম, ১৭ এপ্রিল ২০২২
ইউরোপা লিগে হেরে টিকিট নীতিতে পরিবর্তন আনছে বার্সেলোনা

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে হারের পর এবার নিজেদের টিকেট নীতিতে পরিবর্তন আনতে চলেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ন্যু ক্যাম্পে সফরকারী দলের দর্শক ছিলেন ৩০ হাজারের বেশি। ম্যাচ শেষে নিজেদের মাঠে প্রতিপক্ষের এত দর্শক নিয়ে বিরক্তি প্রকাশ করেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। 

প্রতিপক্ষের জন্য ন্যু ক্যাম্পে বরাদ্দ ছিল মাত্র ৫ হাজার টিকিট। সেখানে ৩০ হাজার ফ্রাঙ্কফুর্ট দর্শক মাঠে থাকায় বার্সার খেলায় এর প্রভাব পড়ার সম্ভাবনার কথাও বলেন জাভি। এছাড়া বার্সা টিভিকে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে জানান, তিনি পুরো বিষয়টি নিয়ে লজ্জ্বিত ও বিব্রত।

তবে এই ঘটনা যেন আবার না ঘটে সেটার জন্য নিজেদের টিকিট নীতিতে পরিবর্তন আনছে বার্সেলোনা। হুয়ান লাপোর্তে জানান, “আমি যে পদক্ষেপগুলো ঘোষণা করতে পারি এবং আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা হলো, আন্তর্জাতিক প্রতিযোগিতার টিকিট হস্তান্তর করা যাবে না।”

তবে সেদিন ঘটে যাওয়া কাণ্ডের জন্য ক্লাবকে দায়ী করছেন না তিনি। জানান, কিছু সমর্থক যারা বার্সার ক্ষতি হবে জানা স্বত্বেও টিকিট হস্তান্তরের মতো কাজ করেছেন। লাপোর্তে বলেন, “লোকেরা যে নিয়ম ভেঙেছে তার জন্য ক্লাব দায়ী নয়। এমন কিছু এড়াতে আমরা সব ব্যবস্থা নিয়েছিলাম। এমন কিছু লোক আছে যারা ন্যু ক্যাম্পে দলকে সমর্থন করতে এসে দলের ক্ষতি হওয়া স্বত্বেও তারা এমন (টিকিট হস্তান্তর) কাজ করতে পারে।”

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বার্সেলোনা নিজেদের সেরা ছন্দে নেই অনেক দিন ধরেই। সাবেক বার্সা ফুটবলার জাভি কোচ হয়ে আসার পর থেকেই নিজেদের চেনা ছন্দে ফিরতে শুরু করেছিল কাতালানরা। লা লিগায় নিজেদের ছন্দ খুঁজে নিয়ে শীর্ষ চারে অবস্থান করছে তারা। ইউরোপা লিগেও যথেষ্ট ভালো করছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে এভাবে হেরে যাওয়ায় কিছুটা পথভ্রষ্ট হয়েছে দলটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ হেরে ফুটবলারদের ভুলকেই দায়ী করছেন জাভি

ম্যাচ হেরে ফুটবলারদের ভুলকেই দায়ী করছেন জাভি

মৌসুমের বাকি অংশে অনিশ্চিত বার্সেলোনা তারকা পেদ্রি

মৌসুমের বাকি অংশে অনিশ্চিত বার্সেলোনা তারকা পেদ্রি

ফ্র্যাঙ্কফুর্টের কাছে হেরে লজ্জিত বার্সেলোনা সভাপতি

ফ্র্যাঙ্কফুর্টের কাছে হেরে লজ্জিত বার্সেলোনা সভাপতি

লেভানডোভস্কিকে ছাড়ার মতো ভুল করবে না বায়ার্ন: অলিভার কান

লেভানডোভস্কিকে ছাড়ার মতো ভুল করবে না বায়ার্ন: অলিভার কান