ফ্র্যাঙ্কফুর্টের কাছে হেরে লজ্জিত বার্সেলোনা সভাপতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০২ পিএম, ১৫ এপ্রিল ২০২২
ফ্র্যাঙ্কফুর্টের কাছে হেরে লজ্জিত বার্সেলোনা সভাপতি

চ্যাম্পিয়নস লিগের পর ইউরোপা লিগ থেকেও বিদায় নিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ঘরের মাঠে ফ্র্যাঙ্কফুর্টের কাছে হেরে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে থেমেছে তাদের যাত্রা। এই ম্যাচে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্প হয়ে উঠেছিল ফ্র্যাঙ্কফুর্টের ঘর। ঘরের মাঠে এই রকম বিব্রতকর পরিস্থিতে পরে লজ্জিত বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে।

ইউরোপা লিগের এই ম্যাচে ফ্র্যাঙ্কফুর্ট দর্শকদের জন্য মাত্র ৫ হাজার টিকিট বরাদ্দ রেখেছিল বার্সেলোনা। বিভিন্ন ইউরোপিয়ান গণমাধ্যমের খবর ফ্রাঙ্কফুর্টের ৩০ হাজার দর্শক মাঠে ছিল। তারা জানিয়েছে, বার্সেলোনার অনেক সমর্থক কালোবাজারে বিক্রি করে টিকিট বিক্রি করে দিয়েছিল।

ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচ রেখে এ নিয়ে কোনো ধরনের রাখঢাক রাখেননি বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে। এ বিষয়ে তিনি বলেন, “সত্যি বলতে আজকে যা হয়েছে, আমাকে তা বিব্রত ও লজ্জিত করেছে। অন্য দলের অনেক সমর্থক ছিল, আমাদের ততটা নয়। যা হয়েছে আজ, তাতে আমি খুবই দুঃখিত। কিছু কিছু পরিস্থিতি আমরা এড়াতে পারি, তবে এখন থেকে আমাদের আরও কড়াকড়ি করতে হবে।”

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ জানান, দর্শকদের বিষয়টি মাঠের খেলায় প্রভাব রেখেছে। তবে এর উপরে গিয়ে মাঠে ভালো খেলতে না পারাকেও দোষারোপ করেছেন তিনি। 

বলেন, “আমি ছেলেদের বোঝানোর চেষ্টা করেছি যে, মাঠে যা হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। তবে বাস্তবতা হচ্ছে, ব্যাপারটি আমাদের প্রভাবিত করতে পারে। এটা স্পষ্টই।”

গ্যালারি থেকে পূর্ণ সমর্থন পাননি সেই বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, “আমরা চেষ্টা করেছি খেলায় মন দিতে এবং সেখানে আমরা ভালো ছিলাম না। অনেক কারণই থাকতে পারে তাতে, এখানে অজুহাত নেই। এটা (দর্শক সমর্থন) অবশ্যই আমাদের সহায়তা করেনি। তবে মাঠে আমরা ভালো ছিলাম না, পরিপূর্ণ ফুটবল খেলতে পারিনি।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনাকে বিদায় দিয়ে সেমিতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট

বার্সেলোনাকে বিদায় দিয়ে সেমিতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট

লেভানডোভস্কিকে ছাড়ার মতো ভুল করবে না বায়ার্ন: অলিভার কান

লেভানডোভস্কিকে ছাড়ার মতো ভুল করবে না বায়ার্ন: অলিভার কান

রিয়াল মাদ্রিদের ‘পয়েন্ট হারানোর’ অপেক্ষায় বার্সা জাভি

রিয়াল মাদ্রিদের ‘পয়েন্ট হারানোর’ অপেক্ষায় বার্সা জাভি

আমি হ্যাল্যান্ড নয়, এমবাপের জন্য টাকা খরচ করতে রাজি : দানি আলভেজ

আমি হ্যাল্যান্ড নয়, এমবাপের জন্য টাকা খরচ করতে রাজি : দানি আলভেজ