প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামালের নতুন কোচ জোসেফ আপুসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪০ পিএম, ২০ এপ্রিল ২০২২
প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামালের নতুন কোচ জোসেফ আপুসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে প্রথম পর্বে একটি ম্যাচও হারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তবুও বরখাস্ত হয়েছেন দলটি স্প্যানিশ কোচ হুয়ান মার্তিনেজ। তার বদলি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সাবেক খেলোয়াড় এবং কোচ জোসেফ আপুসি।

প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষেই গুঞ্জন উঠেছিল বরখাস্ত হতে পারেন হুয়ান মার্তিনেজ। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হয়েছে। শেষ পর্যন্ত নাইজেরিয়ান জোসেফ আপুসিকে নিজের ডাগ আউটে নিয়ে এসেছে ধানমন্ডি পাড়ার দলটি।

প্রিমিয়ার লিগের প্রথম পর্বে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে শেখ জামাল। এক পয়েন্ট বেশি নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আবাহনী। আর শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ২৬। এই অবস্থায় কোচ পরিবর্তনে বেশ অবাক সাবেক কোচ মার্তিনেজ। হতাশ হয়েই তাকে ফিরতে হচ্ছে নিজ দেশে।

দারুণ ছন্দে থাকা শেখ জামালকে পেলেন জোসেফ আপুসি। তাই তো দলের ছন্দ ধরে রাখার জন্য বেশ আত্মবিশ্বাসী এই কোচ। 

তিনি বলেন, “শেখ জামাল আমার দ্বিতীয় বাড়ি। এখানে সবকিছু্ই আমার পরিচিত। শেখ জামাল ক্লাব কর্তৃপক্ষ লিগের দ্বিতীয় পর্বে আমার সহায়তা চেয়েছে। বলছে, আমাকে তাদের দরকার। আমি দ্বিতীয়বার না ভেবে সম্মতি দিয়েছি। এখানে আমি খেলোয়াড় হিসেবে এসে কয়েকবার কোচ হয়েছি। তাই সাগ্রহেই চলে এসেছি।”

শেখ জামালের ডেরায় বিদেশি ফুটবলারও পরিবর্তন হয়েছে। সোলেমান সিল্লাহ ও চিনেদু ম্যাথুকে বাদ দিয়ে নতুন দুই ফুটবলারকে এনেছেন আপুসি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপে ‘মেইড ইন বাংলাদেশ’

কাতার বিশ্বকাপে ‘মেইড ইন বাংলাদেশ’

প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের মাঝে এক মাসের বিরতি 

প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্বের মাঝে এক মাসের বিরতি 

ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়ালো বসুন্ধরা কিংস

ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়ালো বসুন্ধরা কিংস

আবাহনীর স্বপ্নভঙ্গ, মূল পর্বে মোহনবাগান

আবাহনীর স্বপ্নভঙ্গ, মূল পর্বে মোহনবাগান