আবাহনীর স্বপ্নভঙ্গ, মূল পর্বে মোহনবাগান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০০ পিএম, ২০ এপ্রিল ২০২২
আবাহনীর স্বপ্নভঙ্গ, মূল পর্বে মোহনবাগান

ভারতে অনুষ্ঠিত এএফসি কাপে অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিল ঢাকা আবাহনী। বাছাইপর্বে তাদের সামনে শেষ বাধা ছিল ভারতের ঐতিহ্যবাহী দল মোহনবাগান। তবে সে বাধা টপকাতে পারলো না এক সময়ের দুর্দান্ত দলটি। আকাশী-সাদাদের ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে এএফসি কাপের মূল পর্বে উঠলো মোহনবাগান।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ভারতের যুব ভারতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক হয়ে খেলতে থাকে আবাহনী। তবে চার ডিফেন্ডার নিয়েও নিজেদের গোলপোস্ট সুরক্ষিত রাখতে পারেনি ঢাকার দলটি।

ম্যাচের ছয় মিনিটের মাথায় প্রথম গোল খায় সফরকারীরা। লিস্টন কোলাসোর ক্রসে নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন মোহনবাগানের অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড উইলিয়ামস। গোল পেয়ে আরও উজ্জীবিত হয়ে উঠে ভারতের দলটি।

তাতে ম্যাচের ৩০ মিনিটের মাথায় মোহনবাগানকে আরেকটু এগিয়ে নেন উইলিয়ামস। মাঠের ডান দিক থেকে প্রবীর দাসের ক্রসে বাঁ পায়ের দুর্দান্ত এক ভলিতে আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে পরাস্ত করেন অস্ট্রিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধের আগে আরও কয়েকটি সুযোগ পেয়েছিল দুই দলই। ৩৬ মিনিটে সোহেলের গায়ে বল মেরে সুযোগ নষ্ট করেন উইলিয়ামস। যোগ করা সময়ে ফ্রি কিক পেয়েও ক্রসবারের উপর দিয়ে মারেন আবাহনীর ফরোয়ার্ড সোলেমানি।

দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটের মাথ্যায় ম্যাচে ফেরার মোক্ষম সুযোগ পায় আবাহনী। কাজেও লাগায় তারা। রাকিব হোসেনের পাস ধরে একটু এগিয়ে গিয়ে ডান দিক থেকে দৃষ্টিনন্দন কোনাকুণি শটে লক্ষ্যভেদ করেন কলিনদ্রেস। জেগে ওঠে আবাহনী।

তবে এই ধারাটা ধরে রাখতে পারেনি মারিও লেমোসের দল। উল্টো ৮৫ মিনিটে গোল খেয়ে বিদায় ঘন্টা বেঁজে যায় তাদের। এক সতীর্থের পাসে অফসাইডের ফাঁদ ভেঙে সোহেলকে একা পেয়ে আবাহনীর কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন উইলিয়ামস।

মূল পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে মোহনবাগান। সেখানে আগে থেকেই আছে বাংলাদেশের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। আগামী ১৮ মে শুরু হবে মূল পর্বের খেলা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

এএফসি কাপে বসুন্ধরার ভেন্যু সিলেট নয়, কলকাতা

এএফসি কাপে বসুন্ধরার ভেন্যু সিলেট নয়, কলকাতা

ব্যাঙ্গালুরু এফসিকে রুখে দিলো বসুন্ধরা কিংস

ব্যাঙ্গালুরু এফসিকে রুখে দিলো বসুন্ধরা কিংস

প্রথম শ্রেণিতে লক্ষ্য নেই, মূল লক্ষ্য জাতীয় দল: শামীম পাটোয়ারী

প্রথম শ্রেণিতে লক্ষ্য নেই, মূল লক্ষ্য জাতীয় দল: শামীম পাটোয়ারী

এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার

এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার